চুয়াডাঙ্গার উথলীতে মালবাহী ট্রেনের ৪ টি বগি লাইনচ্যুত: খুলনার সাথে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ

0
245
২৯ জুলাই থেকে ঈদুল আযহার ট্রেনের অগ্রিম

প্রতিনিধি চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার উথলী রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের ৪ টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে খুলনার সাথে সারা দেশের ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার রাত পোনে একটার সময় উথলী স্টেশনের সামনে লুপ লাইনে বগিগুলো লাইনচ্যুত হয়। আজ সোমবার সকাল ৮ টার দিকে ঈশ্বরদী হতে উদ্ধারকারী রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। এ ঘটনার পর উথলী রেলওয়ে স্টেশনের পার্শবর্তী দর্শনা, আনছারবাড়িয়া ও সাবদালপুর স্টেশনে ৪ টি যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

উথলী রেলওয়ে স্টেশন মাস্টার মোহাম্মদ আলী জানান, খুলনা থেকে ডিজেল ভর্তি করে নাটোরের উদ্দেশ্যে ৩০ টি বগি নিয়ে মালবাহী ট্রেনটি উথলী রেলওয়ে স্টেশনে আসে। ক্রসিংয়ের জন্য ট্রেনটি ২ নম্বর লাইনে নেওয়া হয়ে। ট্রেনটি ২ নম্বর লাইন থেকে ১ নম্বর লাইনে ঢোকার সময় ৪ টি বগি লাইনচ্যুত হয়। এ কারণে এলাইনে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায় । তিনি আরও জানান, ট্রেন চলাচল স্বাভাবিক হতে দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here