সিনোফার্মের ২০ লাখ ডোজ টিকা আসছে আজ

0
324

খবর৭১ঃ

দুটি পৃথক উড়োজাহাজ ১০ লাখ করে টিকার চালান নিয়ে শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। সিনোফার্ম হলো দ্বিতীয় কোম্পানি, যাদের কাছ থেকে টিকা কিনছে বাংলাদেশ সরকার।

শুক্রবার রাতে বাংলাদেশে নিযুক্ত চীনের উপরাষ্ট্রদূত হুয়ালং ইয়ান গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, এগুলো উপহারের নয়, বাংলাদেশ সরকারের কেনা টিকা।’

গত ২৭ মে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার প্রস্তাব সবুজ সংকেত পায়। এরপর ১৪ জুলাই সিনোফার্মের টিকা আমদানির বিষয়টি চূড়ান্ত অনুমোদন পায়।

টিকা কেনার চুক্তি হওয়ার আগেই দুই দফায় সিনোফার্মের ১১ লাখ ডোজ ভ্যাকসিন উপহার পাঠিয়েছিল চীন সরকার। গত ৩ জুলাই রাতে ও ৪ জুলাই সকালে দুই চালানে আরও ২০ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে পৌঁছায়।

চুক্তি অনুযায়ী, তিন মাসের মধ্যে সিনোফার্ম মোট দেড় কোটি ডোজ টিকা দেবে বাংলাদেশকে।

এর আগে গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ উপহারের টিকা বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় ১৩ জুন আরও ছয় লাখ টিকা উপহার হিসেবে পাঠায়। এখন আরও ১০ লাখ টিকা উপহার হিসেবে দেয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

এ ব্যাপারে শুক্রবার চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হুয়ালং ইয়ান তার ভেরিফায়েড ফেসবুকে বলেন, বাংলাদেশি ভাই-বোনদের জন্য চায়না উপহার হিসেবে আরও এক মিলিয়ন ডোজ টিকা দেবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here