কাবুলের ৭০ গ্রাম দখলে নিয়েছে তালেবান

0
259

খবর৭১ঃ

আফগানিস্তানের কাবুল প্রদেশের সুরবি জেলার ৭০ গ্রাম দখলে নিয়েছে তালেবান।

বৃহস্পতিবার এ তথ্য জানান স্থানীয় কর্মকর্তারা। খবর তোলো নিউজের।

খবরে বলা হয়, কাবুল প্রদেশের সুরবি জেলার ১৩০ গ্রামের মধ্যে ৭০টি ইতোমধ্যে তালেবান যোদ্ধাদের নিয়ন্ত্রণে চলে গেছে।

কাবুলের গভর্নর মুহাম্মদ ইয়াকুব বলেন, তালেবান মিলিশিয়ারা সুরবি জেলায় পাকিস্তানভিত্তিক লস্কর-ই-তৈয়্যবা এবং অন্যান্য গোষ্ঠীর সহযোগিতায় যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

তালেবানের সদস্যরা সুরবি বাজারে হামলা চালানোর হুমকি দিয়েছে বলে জানিয়েছেন সুরবি জেলার বাসিন্দারা।

সুরবি ছাড়াও কাবুল প্রদেশের আরও চার জেলা তালেবানের হামলার হুমকির মধ্যে রয়েছে বলে জানান প্রদেশের গভর্নর।

তবে তালেবানকে খুব বেশি অগ্রসর হতে দেবে না নিরাপত্তা বাহিনী এমন আশা গভর্নরের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here