বাংলাদেশসহ ২৪ দেশ থেকে অনির্দিষ্টকাল ফ্লাইট নিষিদ্ধ করলো ওমান

0
236

খবর৭১ঃ বাংলাদেশসহ ২৪টি দেশ থেকে অনির্দিষ্টকালের জন্য ফ্লাইট নিষিদ্ধ করেছে ওমান। ওমান সরকারের উদ্ধৃতি দিয়ে আজ বৃহস্পতিবার পিটিআই জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দেশগুলো থেকে ফ্লাইট বন্ধ থাকবে।

প্রতিবেদনে বলা হয়েছে, নভেল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধের জন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তালিকায় দক্ষিণ এশিয়া থেকে বাংলাদেশের পাশাপাশি ভারত, পাকিস্তানের নাম দেখা গেছে।

বাকি দেশগুলোর মধ্যে আছে যুক্তরাজ্য, তিউনিসিয়া, লেবানন, ইরান, ইরাক, লিবিয়া, ব্রুনাই, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, সুদান, তানজানিয়া, দক্ষিণ আফ্রিকা, ঘানা, সিয়েরা লিওন, নাইজেরিয়া, গিনি, কলম্বিয়া, আর্জেন্টিনা এবং ব্রাজিল।

বাংলাদেশসহ কয়েকটি দেশ থেকে যাত্রী পরিবহনে ওমান সেই ২৪ এপ্রিল প্রথম নিষেধাজ্ঞা জারি করে। এখন আরও কয়েকটি দেশ যুক্ত করে অনির্দিষ্টকালের জন্য করা হল। বুধবার দেশটিতে ১ হাজার ৬৭৫ জন নতুন রোগী শনাক্ত হয়েছেন। মোট শনাক্ত ২ লাখ ৮০ হাজার ২৩৫ জন। নতুন রোগটিতে ওমানে এখন পর্যন্ত ৩ হাজার ৩৫৬ জন মারা গেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here