১৭ মে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে সৌদি আরবে

0
521

খবর ৭১: করোনার সংক্রমণের কারণে সৌদি আরব থেকে অন্য দেশে যাতায়াত বন্ধ ছিলো এতোদিন। আগামী ১৭ মে এ বিষয়ক নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এরপর থেকে দেশটির নাগরিকরা অন্য দেশে যাতায়াত করতে পারবেন বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তবে এর জন্য বিশেষ শর্ত পালন করতে হবে বলে সৌদি গেজেটে খবরে বলা হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যারা ভ্যাকসিনের ২টি ডোজ নিয়েছে তারা বিনা বাধায় অন্য দেশে যাতায়াত করতে পারবে। এছাড়া যারা ১ ডোজ ভ্যাকসিন নিয়েছেন তারা ডোজ নেওয়ার ১৪ দিনের মধ্যে অন্য দেশে যাওয়ার সুযোগ পাচ্ছেন। গত ৬ মাস সময়ের মধ্যে ভাইরাসটিতে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন তারাও অন্য রাষ্ট্রে যেতে পারবেন। সেইসঙ্গে সৌদি আরবের কেন্দ্রীয় ব্যাংকে জীবন বীমা করানো ১৮ বছরের অনুর্ধ্ব নাগরিকরা চাইলে এই সুযোগ কাজে লাগাতে পারবেন।

এছাড়া শর্ত অনুযায়ী অন্য রাষ্ট্রে ঘুরে আসার পর একজন নাগরিককে অবশ্যই ৭ দিনের কোয়ারেন্টিনে থাকতে হবে এবং তাদের করোনা টেস্ট করাতে হবে। শিশুরাও এই নিয়মের আওতায় পড়বে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here