প্রবাসীদের যে কারনে সতর্ক থাকতে বলছে সৌদি দূতাবাস

0
331

খবর ৭১: সৌদি আরব প্রবাসীদের সঙ্গে দূতাবাসের ছবি ব্যবহারের মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে রিয়াদ দূতাবাস। এই ধরনের বিজ্ঞাপন থেকে প্রবাসীদের সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। রবিবার (২ মে) রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এই আহ্বান জানায়।

দূতাবাস বলছে, সম্প্রতি সৌদি আরবের বিভিন্ন পত্রিকার ওয়েবসাইট ও বিভিন্ন জনপ্রিয় সাইটে ‘সুচতুর বাঙালি শর্টকার্ট’ নামক একটি বিজ্ঞাপন প্রদর্শিত হচ্ছে বলে দূতাবাসের গোচরীভূত হয়েছে। এ বিজ্ঞাপনের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদেরকে প্রতারিত করার উদ্দেশ্যে দূতাবাসের ছবি ব্যবহার করা হচ্ছে।

এ ধরনের বিজ্ঞাপনের সঙ্গে দূতাবাসের কোনো সংশ্লিষ্টতা নেই। সৌদি আরব প্রবাসী সকল বাংলাদেশি অভিবাসীদের এ ধরনের বিজ্ঞাপনে আকৃষ্ট হয়ে কোনোপ্রকার আর্থিক লেনদেন না করার জন্য দূতাবাসের পক্ষ থেকে সতর্ক করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here