সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুর্গাপুরে দুই শ্রমিকের মৃত্যু

0
481

খবর৭১ঃ নেত্রকোনার দুর্গাপুরে সেপটিক ট্যাংকের মধ্যে নেমে সেন্টারিং খোলার সময় বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের হাফিজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই গ্রামের অমর আলী তালুকদারের ছেলে মোস্তফা তালুকদার (৪৫) ও আবুল কাসেমের ছেলে শাহজাহান মিয়া (৩০)।

এ নিয়ে দুর্গাপুর থানার এসআই সুমন দাস জানান, ওই শ্রমিকেরা প্রায় দেড় মাস পূর্বে সেপটিক ট্যাংকের ঢালাইয়ের নির্মাণ কাজ করেছিলেন। পরে বুধবার দুপুরে তারা স্বেচ্ছায় সেপটিক ট্যাংকের মধ্যে নেমে মোস্তফা ও শাহজাহান কাজের সেন্টারিং খোলার কাজ করছিলেন। সেখানে বিষাক্ত গ্যাসে নিঃশ্বাস বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়।

পরে দুর্গাপুর ফায়ার সার্ভিসের একটি দল রড দিয়ে টেনে ট্যাংকের ভেতর থেকে তাদের লাশ উদ্ধার করে। এ সময় একটি মোমবাতি জ্বালিয়ে ট্যাংকের ভেতরে নেয়ার পর বাতিটি নিভে যায় বলে ওই টিম নিশ্চিত হয় এখানে বিষাক্ত গ্যাস আসে। ওই গ্যাসেই তাদের মৃত্যু হয়েছে।

এসআই সুমন দাস জানান, এ বিষয়ে কারো অভিযোগ না থাকায় লাশ মর্গে না পাঠিয়ে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here