চলতি অর্থবছরে দরিদ্র কৃষকদের বিনা সুদে ঋণ দেয়া হয়নি: অর্থমন্ত্রী

0
374

খবর৭১ঃ
শনিবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে মোহাম্মদ এবাদুল করিমের এক প্রশ্নের জবাবে তিনি বলেন।

চলতি ২০১৮-১৯ অর্থবছরে হতদরিদ্র কৃষকদের বিনা সুদে ঋণ দেয়া হয়নি বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

অর্থমন্ত্রী জানান, চলতি ২০১৮-১৯ অর্থবছরে হতদরিদ্র কৃষকদের বিনা সুদে ঋণ দেয়া হয়নি। ব্যাংক আমানতকারীদের কাছ থেকে সংগৃহীত অর্থ গ্রাহকদের মধ্যে ঋণ হিসেবে বিতরণ করে থাকে।

‘সংগৃহীত আমানতের ওপর ব্যাংকের মাধ্যমে আমানতকারীদের সুদ দিতে হয় বলে ব্যাংকের পক্ষে বিনা সুদে ঋণ বিতরণ করা সম্ভব হয় না।’

মোহাম্মদ শহিদ ইসলামের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ১৯৯৮ সালে কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠার পর থেকে এই ব্যাংকটি সহজ শর্তে বেকার যুব ও যুব মহিলাদের মধ্যে জামানতবিহীন ঋণ বিতরণ করে আসছে। বর্তমানে জামানতবিহীন ঋণের সর্বোচ্চ পরিমাণ পাঁচ লাখ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here