উপজেলা নির্বাচন বর্জনের আহ্বানে বাঞ্ছারামপুরে লিফলেট বিতরণ

0
28

চলমান উপজেলা পরিষদ নির্বাচনের ভোট বর্জনের আহ্বান জানিয়ে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করা হয়েছে। উপজেলা বিএনপির উদ্যোগে শুক্রবার (২৪ মে) বিকেলে এই কর্মসূচি পালিত হয়।

জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মেহেদী হাসান পলাশের নেতৃত্বে কর্মসূচিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণকালে মেহেদী হাসান পলাশ বলেন, জনবিচ্ছিন্ন ‘ডামি’ সরকার গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে, মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র এবং মানুষের ভোটাধিকার ও কথা বলার অধিকার ফিরিয়ে আনতে আন্দোলন করছি।

তিনি স্থানীয় জনগণকে উপজেলা নির্বাচন বর্জন করে বিএনপির আন্দোলনে সংহতি প্রকাশ করার আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন- যুবদলের কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক ভিপি তাজুল, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসাংগঠনিক মোহাম্মদ শাহ আলম তপু, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল্লাআল মুহসিন, মোহাম্মদ সেলিম আখতার, দেলোয়ার হোসেন সবুজ, আসাদুজ্জামান সেন্টু, যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ, কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ওয়াসিউউদ্দিন মেহেদী, সদস্য সচিব মো. আবুল হোসেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মো. মাহবুব হাসান, যুবদলের মোহাম্মদ আবু কালাম, মোহাম্মদ হৃদয় মিয়া, মো. লিটন, মোহাম্মদ রেজা, মো. কবির, মোহাম্মদ রাজিব, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ লিটন সরকার, তায়হান ফাহাদ, কলের শাখা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদাত, পৌর ছাত্রদল নেতা মো. সাইফুল, উপজেলা ছাত্রদল নেতা মো. ইসমাইল, মো. আব্দুল কুদ্দুস, পৌর কৃষক দলের সদস্য সচিব মো. রুবেল রানা, পারিয়াকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. সবুজ মিয়া, সদস্য সচিব মো. ওবায়দুল্লাহ, ডা. জাহাঙ্গীর আলম, কৃষক দলের সভাপতি মো. শাহজালাল, যুবদল নেতা মো. শাহ আলম, ছাত্রদল নেতা মোহাম্মদ নিরব, হোসাইন সরকার, পাহাড়িকান্দি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, মোহাম্মদ রানা সরকার, কৃষক দলের আব্দুল আজিজ, যুবদল নেতা জামাল চান, আনোয়ারুল প্রমুখ নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here