হার মানলেন ইমরুল, চাপে বাংলাদেশ

0
426
Bangladeshi cricketer Imrul Kayes is clean bowled by the Zimbabwe cricketer Tendai Chatara during the second day of the first Test cricket match between Bangladesh and Zimbabwe in Sylhet on November 4, 2018. (Photo by MUNIR UZ ZAMAN / AFP) (Photo credit should read MUNIR UZ ZAMAN/AFP/Getty Images)

খবর৭১ঃসিলেট টেস্টের চতুর্থ দিনের প্রথম সেশনে এক্সট্রা বাউন্স পাচ্ছেন পেসাররা। বাড়তি টার্ন পাচ্ছেন স্পিনাররা। কিছু বল আপ-ডাউন করছে। ফলে কঠির চ্যালেঞ্জের মুখে পড়েছেন বাংলাদেশ ব্যাটসম্যানরা। রোবটের মতো চেষ্টা করছিলেন ইমরুল কায়েস (৪৩)। তবে হার মানতে হলো তাকেও। সিকান্দার রাজার বলে বোল্ড হয়ে ফিরলেন তিনি।

এর আগে এ উইকেটে আগ্রাসী হয়ে খেলতে গিয়ে ফিরে যান মুমিনুল হক। কাইল জার্ভিসের আউটসুইঙ্গারে প্লেড অন হয়ে ফেরেন তিনি। দিনের শুরুতে যথাসম্ভব বলের গুণাগুণ বজায় রেখে খেলার চেষ্টা করেন লিটন। তা সত্ত্বেও হার মানতে হয় তাকে (২৩)। সিকান্দার রাজার এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফিরতে বাধ্য হন তিনি।

শেষ খবর পর্যন্ত ৯৩ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়েছে স্বাগতিকরা। ১১ রান নিয়ে ক্রিজে আছেন মাহমুদউল্লাহ রিয়াদ। তার নতুন সঙ্গী নাজমুল হোসেন শান্ত। জয়ের জন্য এখন দরকার ২২৮ রান।

জিততে পারলে অনন্য দুটি রেকর্ড হবে। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড গড়বে বাংলাদেশ। আগের রেকর্ডটি ২১৫। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এ রান তাড়া করে জেতে টাইগাররা।

বাংলাদেশের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে সবচেয়ে বড় রান তাড়া করে জেতার রেকর্ড নিউজিল্যান্ডের। ২০০৮ সালে ৩১৭ রান তাড়া করে জয় ছিনিয়ে নেয় কিউইরা। এবার জিততে পারলে তাই একইসঙ্গে দুটি রেকর্ড নতুন করে লিখবে মাহমুদউল্লাহ বাহিনী।

তৃতীয় দিন আলোকস্বল্পতায় ১৩.৫ ওভার কম হওয়ায় এদিন নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে (সকাল সাড়ে ৯টা) খেলা শুরু হয়। আগের দিনের ২৬ রান নিয়ে ব্যাট করতে বাংলাদেশ দুই ওপেনার নামেন ইমরুল-লিটন।
খবর৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here