‘পাকিস্তান চালানোর অর্থ নেই সরকারের হাতে’

0
269

খবর ৭১ঃ পাকিস্তানকে চালানোর মতো অর্থ নেই নতুন নির্বাচিত তেহরিকে পাকিস্তান (পিটিআই) সরকারের হাতে। এমন দাবি করে প্রধানমন্ত্রী ইমরান খান বলেছেন, আল্লাহই হয়তো এই সঙ্কট সৃষ্টি করেছেন, যাতে আমরা পাল্টে যাই। শুক্রবার তিনি রাজধানী ইসলামাবাদে দেশের উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করছিলেন। সেখানে তিনি আগের সরকারকে দায়ী করেছেন। বলেছেন, তারা দেশে সম্পদ বাড়ানোর পরিবর্তে শুধু লোকসানী প্রকল্প সৃষ্টি করে গেছে। এ খবর দিয়েছে ভারতের অনলাইন জি নিউজ। এতে বলা হয়, ইমরান খান ওই বৈঠকে বলেছেন, দেশের বেশির ভাগ মানুষ যুব শ্রেণীর। তারা কাজ খুঁজছে। সরকারের সামনে যে ‘ঋণের ফাঁদ’ পেতে রাখা হয়েছে তা থেকে মুক্তি পেতে হবে। আমাদেরকে আমাদের নিজেদের ও জাতিকে পাল্টে ফেলতে হবে। তিনি আরো বলেন, সরকার যখন জনগণের চাহিদার দিকে দৃষ্টি দেবে তখন জনগণও সরকারের পক্ষে চলে আসবে।
ইমরান খান সরকারি কর্মকর্তাদের বলেন, তিনি জাতীয় জবাবদিহিতা বিষয়ক ব্যুরোকে নির্দেশ দিয়েছেন, যাতে তদন্তকালে কোনো সরকারি কর্মকর্তাকে অবমাননা না করা হয়। সরকারি ওইসব কর্মকর্তাকে তিনি আশ্বাস দিয়েছেন। বলেছেন, তারা যদি দেশের জন্য কাজ করেন তাহলে তাদের পাশে দাঁড়াবেন ইমরান খান। কোনো রকম রাজনৈতিক চাপ এলেও তাদের পাশে থাকবেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here