ফিলিস্তিনের প্রেসিডেন্টের সঙ্গে ‘দুটি বিষয়ে’ কথা বললেন পুতিন

0
142

খবর৭১ঃ মস্কো জানিয়েছে, ফিলিস্তিনের প্রেসিডেন্টকে চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বিষয়ে অবহিত করেছেন রুশ প্রেসিডেন্ট।

রাশিয়া-ইউক্রেনের মধ্যে শান্তি আলোচনা কতদূর এগিয়েছে এ বিষয়টি নিয়েও মাহমুদ আব্বাসের সঙ্গে কথা হয়েছে পুতিনের।

তাছাড়া মাহমুদ আব্বাসের সঙ্গে মধ্যপ্রাচ্য নিয়ে কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট।

এ দুই নেতা ওয়েস্ট ব্যাংক ও পূর্ব জেরুজালেমে চলমান সংঘাত ও মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা আনার বিষয়ে কথা বলেছেন।

এদিকে পুতিন ও মাহমুদ আব্বাস এমন সময় কথা বললেন যখন মুসলমানদের পবিত্র স্থান মসজিদুল আকসায় ব্যপক ধ্বংসজজ্ঞ চালিয়েছে অবৈধ ইহুদি দখলদার বাহিনী।

গত শুক্রবার ইসরাইলের দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষে আল আকসা মসজিদের কম্পাউন্ডে অন্তত ১৫২ জন ফিলিস্তিনি আহত হন।

আল আকসায় এ আক্রমণের কারণে ফিলিস্তিন ও অবৈধ দখলকার ইসরাইলের মধ্যে নতুন করে বড় ধরনের সংঘাত সৃষ্টির শঙ্কা দেখা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here