যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে দ্বিপাক্ষিক সম্পর্কে প্রভাব পড়বে না: সালমান

0
130

খবর৭১ঃ বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রতিবেদন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

সোমবার দুপুরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

যুক্তরাষ্ট্রের বার্ষিক মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে সালমান এফ রহমান বলেন, ‘শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশ নিয়ে যুক্তরাষ্ট্রের মানবাধিকার যে রিপোর্টগুলো প্রকাশ করে তা স্থানীয়দের কাছ থেকে শুনে করা হয়। তাই সব রিপোর্টে সঠিক তথ্য থাকে না।’

প্রধানমন্ত্রির এই উপদেষ্টা বলেন, ‘যুক্তরাষ্ট্রেরএই রিপোর্টগুলো তাদের রুটিন ওয়ার্ক। এসব নিয়ে তদন্তও হয় না। তাই মানবাধিকারের তাদের সব রিপোর্ট সঠিক নয়। সাধারণ মানুষদের কাছ থেকে রিপোর্টগুলো শুনে করা হয়েছে বলে যুক্তরাষ্ট্র স্বীকার করেছে।’

জ্বালানি ছাড়াও অন্যান্য খাতে মার্কিন বিনিয়োগ বাড়াতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আগামী মে মাসে যুক্তরাষ্ট্রের ২২টি কোম্পানির প্রতিনিধি দল বাংলাদেশ সফরে করবে যেখানে জ্বালানী ছাড়াও অন্যান্য খাতে বিনিয়োগ বাড়ানোর ব্যাপারে আলোচনা হবে বলে জানান তিনি।

যুক্তরাষ্ট্র থেকে আসা তুলায় জিএসপি সুবিধা পেতে বাংলাদেশের ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবির বিষয়ে সালমান এফ রহমান বলেন, ‘এ ব্যাপারে রাষ্ট্রদূত বলেছেন কাজটা খুব একটা সহজ নয়। কারণ ২০১৩ সালে বন্ধ হয়ে যাওয়া জিএসপি সুবিধা চালু করতে হলে আইন পরিবর্তন করতে হবে তাই সেটা সময় সাপেক্ষ ব্যাপার।’

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাঁস বলেন, ‘এটি একটি সফল বৈঠক ছিল। আমাদের দুই দেশের অর্থনীতির সহযোগিতার বিষয়ে আমরা আলোচনা করেছি। আমি সালমান এফ রহমানকে বলেছি অর্থনীতি হতে পারে আমাদের দুই দেশের যৌথ উন্নয়নের একটি ক্ষেত্র। আগামী মাসের শুরুতে আমাদের একটি প্রতিনিধিদল বাংলাদেশে আসছে এছাড়া জুন মাসে যৌথ অর্থনৈতিক উন্নয়ন নিয়ে আলোচনা করতে সালমান এফ রহমান যুক্তরাষ্ট্রে যাবেন।’

মানবাধিকার প্রতিবেদনের বিষয়ে রাষ্ট্রদূত বলেন, ‘সংশ্লিষ্ট অনেকের সাথে কথা বলে আমরা মানবাধিকার প্রতিবেদন তৈরি করি নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে। তবে এই প্রতিবেদন দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here