বাংলাদেশে যৌথ বিনিয়োগে ভিয়েতনামের জনপ্রিয় কফি চেইন “হিকা কফি”

0
230

খবর ৭১: বিশ্বের দ্বিতীয় কফি উৎপাদন ও রপ্তানিকারক দেশ হচ্ছে ভিয়েতনাম। বিশ্বের সর্বোচ্চ মানের ভিয়েতনামের এই অনন্য কফি যুগে যুগে ভোক্তাদের আস্থা ও ভালবাসা অর্জন করেছে। এই আস্থার আরেক প্রতীক হচ্ছে “হিকা কফি”। কেননা ভিয়েতনামে হিকা কফির ৩৫ টি আউটলেটে পরিবেশন করা হয় নিজেদের কফি ফার্মিং থেকে বাছাই করা সেরা কফি বিনের কফিটি। মোদ্দা কথায় বাগান থেকে সরাসরি ভোক্তার কফির কাপ, একেবারই নির্ভেজাল এবং আস্থার প্রতীক। খুব শীঘ্রই বাংলাদেশীরাও পাবে হিকা কফির প্রিয় স্বাদ। আজ ভিয়েতনামের হিকা কফি যৌথ বিনিয়োগ স্বাক্ষর করেছে বাংলাদেশের ভার্সেটাইলো গ্রুপের সাথে। ভিয়েতনাম মালেয়শিয়া বিজনেস এসোসিয়েশনের আয়োজনে, মালেয়শিয়ার কুয়ালালামপুরে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে হিকা কফির পক্ষে স্বাক্ষর করেন কোম্পানীর ডাইরেক্টর ও সহ-প্রতিষ্ঠাতা মিস ফান থি থুই অ্যান এবং ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসান। অনুষ্ঠানে হিকা কফির ডাইরেক্টর মিস গিয়াপ হোআই অ্যান উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর শেষে ড. কামরুল বলেন ভিয়েতনামের বিনিয়োগের মাধ্যমে প্রথমবারের মত ভিয়েতনামের কফি চেইন বাংলাদেশে বিনিয়োগ করতে যাচ্ছে তা অত্যন্ত আশাব্যঞ্জক, এই পথ চলায় ভার্সেটাইলো গ্রুপ শরীক হতে পেরে গর্বিত। অচিরেই ঢাকাতে হিকা কফি চেইনের প্রথম রেষ্টুরেন্টটি উদ্বোধন করা হবে। হিকা কফি পরিচালিত হবে ভিয়েতনামের দক্ষ কর্মী দ্বারা এবং কফি ছাড়াও এই রেষ্টুরেন্টে ভিয়েতনামের জনপ্রিয় খাবারসহ কারাক চা ও তে তারিক চা অর্ন্তভুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here