বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সৈয়দপুরে বিএনপির গণঅনশন কর্মসূচি পালন

0
290

মিজানুর রহমান মিলন সৈয়দপুর :
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সৈয়দপুরে গণঅনশন কর্মসূচি পালন করা হয়েছে।

আজ শনিবার কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সারাদেশের মতো সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপি ও অঙ্গদলের ব্যানারে সকাল ৯টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গণঅনশন কর্মসূচি পালন করা হয়। শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কস্থ বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসুচিতে সভাপতিত্ব করেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব অধ্যক্ষ আব্দুল গফুর সরকার। কর্মসুচি চলাকালে আওয়ামী কারাগার থেকে বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসা জন্য বিদেশে পাঠানোর দাবি জানিয়ে বক্তব্য বলেন সৈয়দপুর জেলা বিএনপির সদস্য সচিব পৌর কাউন্সিলর শাহীন আকতার শাহিন, যুগ্ম আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান এ্যাড. এস এম ওবায়দুর রহমান, বিএনপি নেতা শামসুল আলম, সাবেক পৌর কাউন্সিলর জিয়াউল হক জিয়া, প্রভাষক শওকত হায়াৎ শাহ, আব্দুল খালেক, বজলার রহমান, পৌর বিএনপির আহবায়ক শেখ বাবলু, সদস্য সচিব পৌর কাউন্সিলর এরশাদ হোসেন পাপ্পু, যুগ্ম আহ্বায়ক মিজু বসুনিয়া, বিএনপি নেত্রী ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রওনক জাহান রেনু,সাবেক পৌর কাউন্সিলর আবিদ হোসেন লাড্ডান, জেলা যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রামাণিক, সাধারণ সম্পাদক সাবেক পৌর কাউন্সিলর তারিক আজিজ, জেলা ছাত্রদলের সভাপতি রিজওয়ান আক্তার পাপ্পু, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, প্রচার সম্পাদক আরাফাত হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এম এ পারভেজ লিটন, সাংগঠনিক সম্পাদক আসলাম মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মইনুল চৌধুরী প্রমুখ। গণঅনশন চলাকালে বক্তারা বর্তমান সরকারের অগণতান্ত্রিক আচরণের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিয়ে তাঁকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবি জানান। তারা বলেন বেগম খালেদা জিয়ার কিছু হলে এর দায় সরকারকেই নিতে হবে। বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীকে প্রস্তুত থাকার আহবান জানান। সকাল ৯ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত গণঅনশন কর্মসূচীতে বিএনপি ছাড়াও দলটির সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here