আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘে বিশেষ অধিবেশন

0
363

খবর৭১ঃ তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর সেখানকার পরিস্থিতি নিয়ে পর্যালোচনার জন্য বিশেষ অধিবেশন ডেকেছে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক পরিষদ।

জাতিসংঘ মঙ্গলবার এক বিবৃতিতে জানিয়েছে, আগামী ২৪ আগস্ট জেনেভায় ওই ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হবে। খবর আনাদোলুর।

পাকিস্তান ও ওআইসি যৌথভাবে ওই বৈঠকের আহ্বান জানায়। এতে জাতিসংঘের ৮৯ দেশ সম্মতি দেয়।

এ ধরনের বিশেষ অধিবেশন ডাকতে হলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর এক-তৃতীয়াংশের সমর্থন থাকতে হয়।

বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, জাপান, সুদান, ফ্রান্স, জার্মানি, লিবিয়া, ক্যামেরুন ও উজবেকিস্তানসহ ২৯ দেশ এ প্রস্তাবে সমর্থন দেয়।

এদিকে জাতিসংঘের সংস্কৃতিবিষয়ক বিশেষ দূত করিমা বেনাউন বলেছেন, তালেবানরা কাবুলে ‘সংস্কৃতিক বিপর্যয়’ ঘটাবে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। কারণ দেশটি থেকে অনেক সংস্কৃতিকর্মী ও শিল্পী পালিয়ে গেছে তালেবানদের ভয়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here