রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরাতে আন্তর্জাতিক চাপ চায় বিএনপি

0
173
বিএনপি

খবর৭১ঃ কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে অগ্নিকাণ্ডের ঘটনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বৈদেশিক যোগাযোগ কমিটির চেয়ারম্যান আমির খসরু মাহমুদ চৌধুরী ক্ষতিগ্রস্ত রোহিঙ্গাদের প্রতি সমবেদনা জানিয়ে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রতি মানবিক কারণে তাদের পাশে এসে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানে এক বিবৃতিতে এ আহ্বান জানান তিনি।

বিবৃতিতে আমির খসরু আরও বলেন, ১১ লাখ রোহিঙ্গা সম্প্রদায় মিয়ানমারের বৈধ নাগরিক। জোর করে তাদেরকে নিজ বাসভূমি থেকে উচ্ছেদ করে বাংলাদেশে তাড়িয়ে দেওয়া হয়েছে- যা একটি ক্ষুদ্র জাতি সত্ত্বাকে নির্মূল করার চরম বহিঃপ্রকাশ। বাংলাদেশ মানবিক কারণে তাদেরকে আশ্রয় দিলেও মিয়ানমারের নাগরিক অধিকারসহ রোহিঙ্গাদের গ্রহণ করতে মিয়ানমারকে বাধ্য করাই এই সমস্যার সমাধান।

সংশ্লিষ্ট সব পক্ষসহ আন্তর্জাতিক মহল কর্তৃক রোহিঙ্গা প্রত্যাবর্তনে মিয়ানমারের ওপর সম্মিলিত চাপ প্রয়োগ করার জন্য তিনি আহ্বান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here