সুন্দরগঞ্জে ট্রাক্টর মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময়

0
200
সুন্দরগঞ্জে ট্রাক্টর মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময়

সুদীপ্ত শামীম,
গাইবান্ধার সুন্দরগঞ্জে ট্রাক্টর মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন।

শনিবার দুপুরে উপজেলা অডিটোরিয়াম কক্ষে ইউএনও মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে ট্রাক্টর মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন, পৌর মেয়র আব্দুর রশীদ সরকার ডাবলু।

এসময় বক্তব্য রাখেন- থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান, উপজেলা জাপার সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মন্ডল, রাজনৈতিক ছাদেকুল ইসলাম দুলাল, ট্রাক্টর মালিক ও শ্রমিক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম, ট্রাক্টর মালিক আব্দুল হামিদ, রঞ্জু মিয়া প্রমূখ।

মতবিনিময় সভায় সর্বসম্মতিতে সিদ্ধান্ত হয়, লেবার দিয়ে গাড়ি চালানো যাবেনা, প্রতিটি গাড়িতে লুকিং গ্লাস লাগাতে হবে, প্রতিটি গাড়ির পিছনে এন্টিকাটার লাগাতে হবে, পিছনের চাকায় ব্রেক লাগাতে হবে, ঘন্টায় ৩০ কিলোমিটার গতিবেগ রাখতে হবে, সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত গাড়ি বন্ধ রাখতে হবে, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, ইউপি বা পৌরসভা থেকে গাড়ির নিবন্ধন করতে হবে, পৌরশহরে ৫০টি গাড়ি চলাচল করতে পারবে।

এসময় ট্রাক্টর মালিক ও শ্রমিকরা মতবিনিময় সভার সিদ্ধান্ত ও আইন মেনে ট্রাক্টর পরিচালনার প্রতিশ্রুতি দেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here