হামলার আগে পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া দাবি ইরানের

0
37

ইরানের ফোর্ডো, ইসফাহান ও নাতানজ পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে হামলার পূর্বেই তিনটি পরমাণু কেন্দ্রের পারমাণবিক উপকরণ সরিয়ে নেওয়া হয়েছিল বলে জানিয়েছে ইরান। ফলে অপূরণীয় ক্ষতি হয়নি বলে দাবি করেছে দেশটি।

রোববার (২২ জুন) ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের উপদেষ্টা মাহদি মোহাম্মদীর বরাত দিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেনদে এ তথ্য জানানো হয়।

মাহদি মোহাম্মদী বলেছেন, ফোরদোতে মার্কিন যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে ইরান আগে থেকেই জানতে পেরেছিল। তাই অনেক আগেই এই স্থানটি খালি করা হয়েছে এবং আক্রমণে কোনো অপূরণীয় ক্ষতি হয়নি।

তিনি বলেন, দুটি জিনিস নিশ্চিত, প্রথমত, বোমা মেরে জ্ঞান ধ্বংস করা যাবে না এবং দ্বিতীয়ত, জুয়াড়িরা এবার হেরে যাবে।

ইরানের রাষ্ট্রীয় টিভির উপ-রাজনৈতিক পরিচালক হাসান আবেদিনি বলেন, আগেই আমরা তিনটি পরমাণু কেন্দ্র আগেই খালি করে ফেলেছিলাম। যদি ট্রাম্পের কথা সত্যি হয়ও আমরা বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির মুখে পড়িনি। কারণ পারমাণবিক উপকরণ আগেই সরিয়ে ফেলা হয়েছিল।

এদিকে শান্তি স্থাপন না হলে ইরানে আরও হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামলার পর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ হুমকি দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here