ঝালকাঠিতে ২৩০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর

0
331
ঝালকাঠিতে ২৩০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে জমি ও ঘরের দলিল ও চাবি হস্তান্তর

রতন আচার্য্য,ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে মুজিব বর্ষ উপলক্ষে সকল ভুমিহীন ও গৃহহীন পরিবারকে আবাসন সুবিধায় আওতায় আনার জন্য সরকারি কর্মসূচির অংশ হিসেবে সংশ্লিষ্টদের হাতে জমি, ঘরের দলিল ও চাবি হস্তান্তর করা হয়। আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় এ কর্মসূচি ভুর্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্যে জেলায় ২৩০টি পরিবারের জন্য দুই শতাংশ খাস জমিতে আধা-পাকা ঘর নির্মাণ করা হয়েছে। ঘরপ্রতি ব্যয় হয়েছে এক লাখ একাত্তর হাজার টাকা। সুবিধাভোগীদের বিদ্যুৎ সংযোগ ও নাম জারীর সকল ব্যয় সরকার বহন করবে। এ উপলক্ষ শনিবার সকাল সাড়ে দশ টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মো. জোহর আলী, পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন, জেলা আওয়ামি লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনীর, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান অরিফুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া কর্মসূচির আওতায় জেলায় আরও ২৪৪টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ঘর দেয়া হবে। ঘরগুলো বর্তমানে নির্মাণাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here