বাহরাইনে “ভার্সেটাইলো গ্রুপের” রান্না প্রতিযোগিতা কুক হাবিবি কুকিং কন্টেস্ট- ২০২১ অনুষ্ঠিত

0
1194
বাহরাইনে

খবর৭১ঃ বাংলাদেশ দূতাবাস বাহরাইনের পক্ষে বাংলাদেশী প্রবাসীদের পাসপোর্ট ও অন্যান্য সেবা দানকারী প্রতিষ্ঠান “ভার্সেটাইলো গ্রুপের” আয়োজনে বাহরাইনস্থ বাংলাদেশী গৃহিনীদেরকে নিয়ে প্রথমবারের মত অনুষ্ঠিত হয়ে গেল রান্না প্রতিযোগিতা “কুক হাবিবি কুকিং কন্টেস্ট ২০২১।

বাহরাইনে "ভার্সেটাইলো গ্রুপের" রান্না প্রতিযোগিতা "কুক হাবিবি কুকিং কন্টেস্ট- ২০২১ অনুষ্ঠিত

ভার্সেটাইলো গ্রুপের প্রধান কার্যালয়ে গত ১ জানুয়ারী ২০২১ সালে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। ফাইজা এবং শাহিনের পরিচালনায় মিসেস দিল আফরোজের সভাপতিত্বে প্রতিযোগিতার প্রধান বিচারক ছিলেন বাংলাদেশ রাষ্ট্রদূতের সহধর্মিণী মিসেস নাজমুন নাহার হাবিব এছাড়া অন্যান্য বিচারকদের মধ্যে ছিলেন ফরিদা বেগম, আসমাউল হুসনা, খন্দকার জিন্নাত আলম, সায়মা আহমেদ হাফসা। প্রতিযোগিতায় মোট ৪৬ জন প্রতিযোগি অংশগ্রহন করেন।

বাহরাইনে "ভার্সেটাইলো গ্রুপের" রান্না প্রতিযোগিতা "কুক হাবিবি কুকিং কন্টেস্ট- ২০২১ অনুষ্ঠিত

উল্লেখ্য যে “কুক হাবিবি” মোবাইল এপ্লিকেশনটি আগামী ৯ জানুয়ারি বাহরাইনে চালু হবে যার মাধ্যমে বাহরাইনস্থ বাংলাদেশী গৃহিনীরা অনলাইনে তাদের রান্না প্রদর্শন করতে পারবেন এবং আগ্রহী গ্রাহকদের নিকট শুধুমাত্র নিজ হাতের তৈরী খাবার দৈনিক, মাসিক কিংবা চাহিদামত বিক্রয় ও সরবরাহ করতে পারবেন।

বাহরাইনে "ভার্সেটাইলো গ্রুপের" রান্না প্রতিযোগিতা "কুক হাবিবি কুকিং কন্টেস্ট- ২০২১ অনুষ্ঠিত

অন্যন্য অতিথিদের মধ্যে ছিলেন ভার্সেটাইলো লন্ডন ডব্লিউ এল এল এর চেয়ারম্যান মান্যবর শেখ খলীফা বিন সালমান আল খলীফা, ভার্সেটাইলো গ্রুপের চেয়ারম্যান ড. কামরুল আহসান এবং বাহরাইনস্থ সাংবাদিক ফোরামের সভাপতি বশির আহমেদ সহ অন্যন্য ব্যক্তিবর্গ।

বাহরাইনে "ভার্সেটাইলো গ্রুপের" রান্না প্রতিযোগিতা "কুক হাবিবি কুকিং কন্টেস্ট- ২০২১ অনুষ্ঠিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here