মদনে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২৫

0
355
মদনে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ আহত-২৫

আওয়াল, মদন (নেত্রকোনা): আবাদ করা বোরো জমি দখল কে কেন্দ্র করে নেত্রকোনার মদনে দু-পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে উপজেলার মদন ইউনিয়নের দক্ষিণপাড়া গ্রামের সামনের হাওরে আইন বিলে এ ঘটনা ঘটে। সংঘর্ষে আহত সুজন, নূর মিয়া, আবুল কালাম, হেলাল, জিকুল মিয়া,আশিক,আক্কাস ও কালাচানের অবস্থা
আশঙ্কাজন থাকায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বাকী আহত আলেহাসহ ১৮ জন কে মদন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে মদন দক্ষিণ পাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পক্ষের লোকজনের সাথে একই গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান রহিছ মিয়ার পক্ষের লোকজনের বিরোধ ও হত্যাসহ কয়েক ডজন মামলা চলে আসছে। বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলামের পক্ষের মানিক মেম্বারের আইন বিলের ১ একর ৪৫ শতাং জমিতে ৪ দিন আগে বোরো ধান রোপন করেন। এ সংবাদের প্রেক্ষিতে মঙ্গলবার সকাল থেকে রহিছ মিয়ার পক্ষের লোকজন উত্তেজিত হওয়ায় মদন থানার পুলিশ সকাল থেকেই রোপনকৃত জমির পাশে অবস্থান নেয়। পরে দুপুরে রহিছ মিয়া পক্ষের শতাধিক লোকজন ধারালো অস্ত্রে সজ্জিত হয়ে রোপনকৃত জমি নষ্ট করে তাদের দখলে নিতে চেষ্টা করে। এতে মানিক মেম্বারের লোকজন বাধা দেয়ায় পুলিশের সামনেই ঘন্টা ব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।

বর্তমানে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে মদন থানার ওসি মোহাম্মদ মাসুদুজ্জামান জানান, মঙ্গলবার দক্ষিণ পাড়া গ্রামের সামনে দু-পক্ষের সংঘর্ষ ঘটায় অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরি সার্কেল) সহ পুলিশ ঘটনা স্থলে রয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here