নড়াইলে গোপন সংবাদের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৪

0
313

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইলের কুমড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্র ও লাঠিসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। তিনি আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, কুমড়ি পূর্বপাড়ার জামির শেখের পরিত্যক্ত বাড়িতে রোববার (৩ মার্চ) রাত ১২টা দিকে চারজন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ওই গ্রামের জহুর মোল্যার ছেলে আজগর মোল্যা (৩০), পাশের লুটিয়া গ্রামের মোশাররফ মোল্যার ছেলে মতিয়ার মোল্যা (৩৫), নড়াইলের কালিয়া উপজেলার সিঙ্গেরডাঙ্গা গ্রামের মান্দার খন্দকারের ছেলে রোমান খন্দকার (২৪), একই নড়াইলের জুসালা গ্রামের চাঁন মিয়ার ছেলে সোহেল খানকে (২৫) আটক করে। নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার), নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলের কুমড়ি গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে ধারালো অস্ত্র ও লাঠিসহ চারজনকে আটক করেছে পুলিশ এদের কাছ থেকে একটি করে চাপাতি, ছ্যানদা, তলোয়ার, বাঁশের লাঠি ও কাঠের লাঠি এবং দু’টি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।
খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here