জগন্নাথপুরে অপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্টিত

0
273

মো: হুমায়ুন কবির জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর থানা প্রশাসনের আয়োজনে অপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভা অনুষ্টিত হয়েছে। সোমবার থানা প্রাঙ্গনে আয়োজিত অপেন হাউজ ডে ও কমিউনিটি পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মিজানুর রহমান পিপি এম বলেছেন পুলিশকে সেবার মন মানসিকতা নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন বর্তমানে দেশে জঙ্গি ও মাদক নির্মূলে সরকারের একান্ত প্রচেষ্টায় পুলিশের অক্লান্ত পরিশ্রমে জিরো টলারে নেমে এসেছে। পুলিশ সুপার বলেন, জগন্নাথপুর থানায় কোন মিথ্যা মামলা রেকর্ড করা হবেন। অভিযোগ আসলে সরেজমিন তদন্তক্রমে সত্যতা পাওয়া গেলে মামলা রেকর্ড করে ব্যবস্থা গ্রহন করা হবে। আদালতের নির্দেশে থানায় মামলা রেকর্ড করা হলেও তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতের প্রাথমিক সত্যতা না পাওয়া গেলে কাউকে গ্রেফতার না করার নির্দেশ দেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জকে। দুর্নিতী করবনা ও দুর্নিতী করতে দেবনা উল্লেখ করে তিনি বলেন মাদকের বিষয়ে কোন আপোষ নেই। যারা মাদক বিক্রেতা, আশ্রয়দাতা ও মাদক ক্রয় করতে অর্থ যোগান দেন তাদের আত্ম সমর্পন করার অনুরোধ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল মো: মাহবুবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর থানার ওসি তদন্ত নব গোপাল দাশ, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, পৌর কাউন্সিলার খলিলুর রহমান, পৌর কাউন্সিলার তাজিবুর রহমান, পৌর কাউন্সিলার দিলোয়ার হোসেন, পৌর কাউন্সিলার গিয়াস উদ্দিন মুন্না, পৌর কাউন্সিলার আবাব মিয়া, উপজেলা কৃষকলীগ সভাপতি আফছর উদ্দিন ভুইয়া, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি নুরুল হক, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, জগন্নাথপুর অনলাইন প্রেস ক্লাবের সহ-সভাপতি আব্দুল ওয়াহিদ প্রমূখ।

খবর৭১/এসঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here