চিকিৎসায় গাঁজার বৈধতা দিল থাইল্যান্ড

0
227

খবর৭১:থাইল্যান্ডে চিকিৎসায় গাঁজা ও ক্রাতমকে (স্থানীয়ভাবে উৎপাদিত উদ্ভিদ, যা ব্যথানাশক ও উদ্দীপক হিসেবে কাজ করে) বৈধতা দেয়া হয়েছে।

মঙ্গলবার (২৫ ডিসেম্বর) গাঁজা ও ক্রাতমকে চিকিৎসায় বৈধতা দেয়ার ব্যাপারে থাইল্যান্ডের জাতীয় আইন পরিষদে আইনটি ১৬৬-০ ভোটে পাস হয়। এতে ১৩ জন সদস্য ভোট দেয়া থেকে বিরত থাকেন।
দক্ষিণপূর্ব এশিয়ায় প্রথম দেশ হিসেবে এ ধরনের পদক্ষেপ নিল থাইল্যান্ড। যদিও পার্শ্ববর্তী দেশ মালয়েশিয়াতেও এমন সিদ্ধান্তের বিষয়টি বিবেচনাধীন রয়েছে।
এর আগে ডিসেম্বর মাসের শুরুর দিকে চিকিৎসায় গাঁজাকে বৈধতা দেয় নিউজিল্যান্ড। তবে আইনটি সংশোধনের আগে দেশটিতে এ ধরনের মাদকের ব্যাপারে ব্যাপক কড়াকড়ি ছিল। মাদক আইনে সংশোধন আনার পর দেশটির রাজকীয় প্রজ্ঞাপনে বলা হয়, চিকিৎসায় ব্যবহারের উদ্দেশে গাঁজা ও ক্রাতম আমদানি, রফতানি এবং নিজেদের কাছে রাখা যাবে। প্রজ্ঞাপনে আরো বলা হয়, গাঁজা ও ক্রাতম অবৈধ মাদক হলেও অনেক রোগীর চিকিৎসার জন্য এর ব্যবহারের প্রয়োজন হয়।
বিশ্বের অনেক দেশই বিদ্যমান আইনে সংশোধন এনে এমন মাদককে বৈধতা দিয়েছে। তবে তা কেবল চিকিৎসার জন্যই।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here