বাহরাইনে ডেলিভারি চালকদের বাইকের পরিবর্তে গাড়ি ব্যবহারের প্রস্তাব

0
1102
খবর ৭১: বাহরাইনে খাবার সরবরাহে ডেলিভারি চালকরা তাদের বাইক বাতিল করে গাড়িতে করে খাবার পৌঁছে দেয়ার জন্য নুতন একটি প্রস্তাব দিয়েছে বাহরাইন উত্তর পৌঁর কাউন্সিলের চেয়ারম্যান আহমেদ আল কুহেজী। বাহরাইনের Gulf Daily News Online এ নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে। মহাসড়কে বাইকার ও পথচারীদের মধ্যে দুর্ঘটনা রোধ করতে এই প্রস্তাব দেয়া হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
বাহরাইনে অবস্থিত প্রবাসী ও প্রবাসী প্রতিষ্ঠানের কর্মকর্তা এবং বাহরাইনীদের মধ্যে এই নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে । অনেকে এর পক্ষে মতামত দিয়েছেন। আবার অনেকে এই প্রস্তাবের বিপক্ষে যুক্তি তুলে ধরেছেন। বিশেষ করে এই প্রস্তাব বাস্তবায়ন হলে সড়কে দুর্ঘটনা কমে আসবে বলে মত দিয়েছেন অনেকে। অন্যদিকে সঠিক সময়ের মধ্যে বাইক ছাড়া খাবার পৌঁছে দেয়া কতটা সম্ভব হবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here