ইরানি সাংবাদিক হেনগামাহ শহীদিকে ১২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত

0
252

খবর৭১:ইরানি সাংবাদিক ও মানবাধিকার কর্মী হেনগামাহ শহীদিকে ১২ বছরেরও বেশি সময় কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। শহীদিকে অনির্দিষ্ট অভিযোগে এ সাজা দেয়া হয়েছে।

শনিবার দেশটির সরকারি সংবাদমাধ্যম আইআরএনএ-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
হেনগামাহ শহীদির আইনজীবী মোস্তফা তুর্ক হামেদানি বলেছেন, মামলার গোপনীয়তা রক্ষায় আদালতের দেয়া নির্দেশের কারণে এই বিষয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করতে পারছি না আমি।

তিনি বলেন, শহীদিকে ১২ বছর ৯ মাসের কারাদণ্ড দিয়েছে আদালত। একইসাথে কোনো রাজনৈতিক দলে যোগদান, অনলাইন বা গণমাধ্যমে অংশগ্রহণ এবং দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে আদালত।
খবর৭১/জি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here