দেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার (প্রা:) কেম্পানী ৮০,লাখ টাকার পিকআপ ভ্যান দিয়েছে বাগেরহাট পুলিশকে

0
539

বাগেরহাট প্রতিনিধিঃ
বাগেরহাটে পুলিশকে ৮০লাখ টাকার একটি নতুন পিকআপ ভ্যান দিয়েছে বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার(প্রাঃ) কোম্পানী। রামপালে নির্মানাধিন ১৩২০ মেগাওয়াট মৈত্রী সুপার থারমাল বিদ্যুৎ কেন্দ্র বাস্তবায়নকারী প্রতিষ্ঠান বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কেম্পানী বাগেরহাট জেলা পুলিশের কাজে সহযোগিতার জন্য একটি নতুন পিকআপ ভ্যান প্রদান করেছে। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যলয়ে আনুষ্ঠানিক ভাবে এই পিকআপ ভ্যানটি হস্তান্তর করা হয়। বাগেরহাটের পুলিশ সুপর পংকজ চন্দ্র রায়ের সভাপতিত্বে পিকআপ ভ্যানটি হস্তান্তর অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাগেরহাটের জেলা প্রশাসক তপন কুমার বিশ^াস, দেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার (প্রা:) কেম্পানীর প্রকল্প পরিচালক (পিডি) এস.সি. পান্ডে, উপ-প্রকল্প পরিচালক মো. রেজাউল করিম, বাগেরহাট প্রেসক্লোবের সভাপতি আহাদ উদ্দিন হায়দার সাধারন সম্পাদক এ বাকী তালুকদারসহ অন্যানরা। আনুষ্ঠানে জানানো হয়, দেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কেম্পানী সামাজিক দায়বদ্ধ কর্মসূচির আওতায় বাগেরহাট জেলা পুলিশের কাজের দ্রুততা সহজী করনে জন্য প্রায় ৮০ লাখ টাকা ব্যায়ে নতুন এই পিকআপ ভ্যান প্রদান করেছে।
খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here