নড়াইলের সৌন্দর্য বর্ধনের লক্ষে পুলিশ সুপারের সাথে পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বসের মতবিনিময় অনুষ্ঠিত

0
238

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল শহরের সৌন্দর্য বর্ধনের লক্ষে নিরলস পরিশ্রম করে চলেছেন নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম। এ লক্ষে তিনি নড়াইলবাসীর সহায়তাও কামনা করেছেন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (১২ জুলাই) সকাল ১০টায় পুলিশ সুপারের কার্যালয়ে তাঁর সাথে মতবিনিময় করেন নড়াইল পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বাস। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়ের রিপোটে, এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম, পিপিএম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মেহেদী হাসান, সহকারি পুলিশ সুপার (হেডকোয়ার্টার্স) মোঃ জালাল উদ্দিন, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা প্রমুখ। এ মতবিনিময় সভার মুল লক্ষ্যই হচ্ছে নড়াইল শহরের শ্রীবৃদ্ধি। মতবিনিময় কালে পৌর মেয়র ও পুলিশ সুপার নড়াইল শহরের সৌন্দর্য বৃদ্ধিকল্পে নানা পরিকল্পনার কথা প্রকাশ করেন। গ্রীন নড়াইল, ক্লিন নড়াইল গড়তে হলে শহরের সৌন্দর্য বর্ধন করা জরুরি বলে তারা দু’জনেই মত প্রকাশ করেন। ইতোমধ্যে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নানা মহতী উদ্যোগ গ্রহণ করেছেন। নড়াইল জেলা প্রশাসকের সাথে থেকে শহরের ভেতরে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা রোধে ডাস্টবিন স্থাপন করেন। সেই সাথে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে মৎস্য প্রকল্পের কাজও হাতে নিয়েছেন। এছাড়াও শহরের নিরাপত্তা বিধানের লক্ষে সি.সি ক্যামেরা স্থাপনের কাজও দ্রুত শুরু হতে যাচ্ছে। এতসব কাজ একার পক্ষে সম্ভব নয় বলে পুলিশ সুপার পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেন। পুলিশ সুপারের ডাকে সাড়া দিয়ে পৌর মেয়র জাহাঙ্গীর হোসেন বিশ্বস, মতবিনিময় চলাকালে তাঁর বক্তব্যে বলেন, নড়াইল শহরের শ্রীবৃদ্ধিসহ সার্বিক দিক উন্নয়নের লক্ষে পুলিশ সুপার যে সকল মহতী উদ্যোগ হাতে নিয়েছেন তা সত্যিই প্রশংসনীয়। কাজগুলো আরও সহজে সম্পন্ন করার জন্য তিনি সার্বিকভাবে পুলিশ সুপারকে সহায়তা করবেন বলেও সাংবাদিকদের জানান। এ প্রসঙ্গে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায় ও সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যার নিকট একান্ত সাক্ষাৎকারে বলেন, বহু গুণীজনের জন্মভূমি নড়াইলের বেহাল দশা সত্যিই মেনে নেওয়া যায় না। তিনি নড়াইলবাসীকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর উপহার দিতে চান বলেও জানান।

খবর ৭১/ইঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here