সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

0
293

খবর৭১:সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ গঠন করা হয়েছে। কুয়ালালামপুর হাইকোর্টে এই অভিযোগ গঠন করা হয়।

অভিযোগ প্রমাণিত হলে সর্বোচ্চ ২০ বছরের কারাদণ্ড হতে পারে তাঁর।
মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি)গতকাল মঙ্গলবার নাজিব রাজাককে গ্রেপ্তার করেছে।

অভিযোগ, মালয়েশিয়ার ওয়ানএমডিবি কেলেঙ্কারিতে যুক্ত ছিলেন নাজিব রাজাক। তিনি ৭০ কোটি মার্কিন ডলারের দুর্নীতি করেছেন।

গত মে মাসে মালয়েশিয়ায় নির্বাচন অনুষ্ঠিত হয়। সেই নির্বাচনে পরাজিত হন নাজিব। এরপর তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু হয়। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সাবেক এই প্রধানমন্ত্রী।

পুলিশ জানিয়েছে, গত জুন মাসে নাজিব রাজাকের প্রাসাদ থেকে বিলাসবহুল পণ্য ও নগদ অর্থ উদ্ধার করে, যার পরিমাণ ২৭ কোটি ৩০ লাখ মার্কিন ডলার।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here