পদ্মা সেতু প্রকল্পের ৫৫ শতাংশ ভৌত কাজ ইতোমধ্যে শেষ হয়েছে

0
293

খবর৭১:সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু প্রকল্পের ৫৫ শতাংশ ভৌত কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। পদ্মা সেতু ও ঢাকা সিটিতে মেট্রোরেল এ দুটি বর্তমান সরকারের অগ্রাধিকারপ্রাপ্ত মেগা প্রকল্প।

সোমবার জাতীয় সংসদে মহিলা আসনের সংসদ সদস্য উম্মে রাজিয়া কাজলের লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

তিনি জানান, যানজট নিরসনে ও বৃহত্তর ঢাকার পরিবহন ব্যবস্থাকে সুষ্ঠু, পরিকল্পিত, সমন্বিত ও আধুনিকায়নের জন্য অগ্রাধিকারপ্রাপ্ত মেট্রোরেল প্রকল্পটি ৫টি রুটের মাধ্যমে নগরবাসীকে সেবা দেয়া হবে। এর মধ্যে ডিপো এলাকার ভূমি উন্নয়ন, পূর্ত কাজ, বিভিন্ন রুটে ভায়াডাক্ট ও স্টেশন নির্মাণ, ইলেকট্রিক্যাল এ- মেকানিক্যাল সিস্টেম, রোলিং স্টক ও ডিপো ইকুপমেন্ট সংগ্রহ ইত্যাদি এ ছয়টি প্যাকেজের মধ্যে রয়েছে। এ লক্ষ্যে ২০১৭ সালের আগস্টের ৬ তারিখে জাপানের কোম্পানি কাওসাকি মিটসুবিশী এর সঙ্গে চুক্তি স্বাক্ষরিত হয়। এ প্যাকেজের আওতায় মোট ২৪ সেট ট্রেন, যার প্রতিটিতে ৬টি করে কোচ থাকবে। এ কাজ শুরু হয়েছে এবং ২০২৩ সালের ৬ ডিসেম্বরের মধ্যে শেষ হবে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here