বাগেরহাট জেলা বিএনপির সহ-সভাপতি মোজা আর নেই

0
351

বাগেরহাট প্রতিনিধি:
বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাগেরহাট পৌর সভার ৩ বারের সাবেক কমিশনার জেলা বিএনপির সহ-সভাপতি মো: অলিউজ্জামান মোজা (৭৩) আর নেই ( ইন্না লিল্লাহে ..  .. রাজেউন )। শুক্রবার বিকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে নিজ বাড়িতে তার মৃত্যু হয় । তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শহরের সর্বস্তরের মানুষ ভিড় জমায় তার বাড়িতে । শনিবার ঈদের দিন সকাল ১০টায় শহরের হাজী আরিফ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে তার নামাজে জানাযা শেষে সরুই পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে । মো: অলিউজ্জামান মোজা বাগেরহাট শহরের সরুই এলাকার মৃত নূর মোহাম্মাদ মল্লিকের ছেলে । মৃত কালে তিনি স্ত্রী ,২ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন । জেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সিনিয়র সহ-সভপতি এ্যাড. শেখ ওয়াহিদুজ্জামান দিপু, সহ-সভাপতি শমসের আলী মোহন, এসকেন্দার হোসেন, অ্যাড. আসাদুজ্জামান, মনিরুল ইসলাম খান, একেএম আব্দুল হাই, ড. শেখ ফরিদুল ইসলাম, কাজী খায়রুজ্জামান শিপন, ইঞ্জিনিয়ার মাসুদ রানা, এ্যাড আব্দুল হাই, সাধারন সম্পাদক আলী রেজা বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক খাদেম নেয়ামুল নাসির আলাম, শেখ শাহেদ আলী রবি, শেখ মাহবুবুর রহমান টুটুল, এমএ ওয়াদুত মুক্তা, সাংগঠনিক সম্পাদক মোজাফ্ফর রহমান আলম, অধ্যাপক হাদিউজ্জামান হিরো, পৌর বিএনপির সাধারন সম্পাদক মনিরুজ্জামান মনিসহ জেলা বিএনপির ও তার সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। জেলা ক্রীড়া সংস্থাসহ বিভিন্ন ক্রীড়া, সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ । এদিকে মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাগেরহাট পৌর সভার মেয়র খান হাবিবুর রহমানসহ পৌর কাউন্সিলর বৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here