ঈদে মুক্তির মিছিলে পাঁচ সিনেমা

0
330

খবর ৭১ঃ  ঈদুল ফিতর উপলক্ষে মোট পাঁচটি ছবি মুক্তির মিছিলে রয়েছে। মুক্তির মিছিলে থাকা ছবিগুলোর মধ্যে রয়েছে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ‘পোড়ামন টু’। ছবিটি পরিচালনা করেছেন রায়হান রাফি। অভিনয় করেছেন সিয়াম আহমেদ ও পূজা চেরি।

শাকিব-বুবলী অভিনীত উত্তম আকাশ পরিচালিত ‘চিটাগাইঙ্গা পোয়া ও নোয়াখাইল্লা মাইয়া’ ছবিটি হল বুকিংয়ে এগিয়ে রয়েছে।

এ ছাড়াও শাকিব-বুবলী অভিনীত সিনেমা ‘সুপার হিরো’ মুক্তি নিয়ে সংশয় ছিল। গতকাল সে সংশয় কেটে পাঁচ নম্বর ছবি হিসেবে মুক্তির মিছিলে যোগ দেয় সিনেমাটি। আশিকুর রহমান পরিচালিত ছবিটি দর্শক টানবে বলে আশাবাদী নির্মাতা।

ইমপ্রেস টেলিফিল্মের ছবি ‘কমলা রকেট’ হল বুকিংয়ে খানিকটা পিছিয়ে থাকলেও ছবিটি নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে। এটি পরিচালনা করেছেন নুর ইমরান মিঠু। অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিমের মতো গুণী অভিনেতা।

এছাড়াও ঢাকাই সিনেমার জনপ্রিয় জুটি শাকিব-অপুর ‘পাংকু জামাই’ ছবিটি মুক্তি পাচ্ছে পঞ্চাশটির মতো সিনেমা হলে। ঢাকায় ‘মধুমিতা’ ও ‘এশিয়া’ চলবে ছবিটি।

এবারের ঈদে কোনো ভারতীয় ও যৌথ সিনেমা প্রদর্শন হচ্ছে না। আদালতের সিদ্ধান্ত করে কোনো উৎসবে দেশের প্রেক্ষাগৃহে বিদেশি চলচ্চিত্র দেখানো যাবে না। আদালতের নিয়মানুযায়ী দেশের প্রেক্ষাগৃহে শুধুমাত্র দেশীয় ছবি চলবে। ফলে দেশীয় চলচ্চিত্র সংশ্লিষ্টরা এবার বেশ আশাবাদী।

বিশ্বকাপ ফুটবল খেলা শুরু হওয়ায় সিনেমা নিয়ে কিছুটা সংশয়ে এর সাথে সংশ্লিষ্টরা। কেউ কেউ মনে করছেন, ফুটবল খেলার কারণে প্রেক্ষাগৃহগুলো দর্শক কম হতে পারে। বিশ্বকাপের প্রভাবে দর্শক সংকটের শঙ্কা নিয়েই পাঁচ সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

তবে এখন দেখার বিষয় হচ্ছে এবারের ঈদে সব জল্পনাকল্পনা কেটে পাঁচ সিনেমার মধ্যে কোন সিনেমাটি দর্শকদের টানতে পারে। চলচ্চিত্রের সাথে সম্পৃক্তরা বলছেন, দর্শকরা সিনেমা দেখেন। ভালো গল্প আর নির্মাণশৈলি হলেই বিশ্বকাপ ফুটবল খেলা সত্ত্বেও দর্শকরা সিনেমা দেখবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here