কলমেও ভয় কিম জং উনের!

0
232

খবর৭১: নিরাপত্তার বেড়াজালের কারণে উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্পর্কে জানা যায় খুবই কম। তবে সেই নিরাপত্তা কতটা কঠোর তা আমরা খুবই কম জানি।

তবে স্থানীয় সময় মঙ্গলবার সকালে সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে সে সম্পর্কে কিছুটা জানা গেল।

ঐতিহাসিক এই বৈঠকের যৌথ ঘোষণায় স্বাক্ষরের সময় কলম নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে প্রমাণিত হয় কিমের গোপনীয়তা রক্ষায় তার দেশ কতটা সতর্ক।

মঙ্গলবার যৌথ ঘোষণা সইয়ের সময় ভিডিওতে কলম নিয়ে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা নজরে এসেছে ব্রিটিশ সংবাদপত্র ডেইলি মেইলের সাংবাদিকদের।

একটি প্রতিবেদনে তারা সেই তথ্য তুলে ধরেন।

যৌথ ঘোষণার দলিলে সই করতে যখন বসেছেন ট্রাম্প ও উন, তখন দুজনের সামনেই ছিল একটি করে কলম।

সইয়ের আগ মুহূর্তে দেখা যায়, কিমের একজন নিরাপত্তা কর্মকর্তা দস্তানা পরে সাদা একটি কাপড়ে কলমটি ঘষছেন।

পরিচ্ছন্ন কিংবা জীবাণুমুক্ত করার আগে তা কিমের হাতে দিতে চাচ্ছিলেন না তিনি।

ঠিক ওই মুহূর্তে এগিয়ে আসেন কিমের বোন কিম উ-জং, যিনি এখন ভাইয়ের উপদেষ্টার মতো গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব সামলাচ্ছেন।

তাৎক্ষণিক কিম উ-জং আরেকটি কলম বাড়িয়ে দেন ভাইয়ের হাতে।

নিজের সঙ্গে করে নিয়ে আসা এই কলমটিকেই ভাইয়ের জন্য নিরাপদ মনে করছিলেন তিনি। এটি তিনি বের করেন তার জ্যাকেটের পকেট থেকে।

এরপর বোনের দেয়া কলমেই কোরিয়া উপদ্বীপে পরমাণু নিরস্ত্রীকরণের অঙ্গীকারের ঐতিহাসিক দলিলে সই করেন ৩৫ বছর বয়সী রাষ্ট্রনেতা কিম।

জীবাণু অস্ত্র নিয়ে সতর্ক থাকার পাশাপাশি কিমের দেহের কোনো নমুনা যেন কারও হাতে না পড়ে, সে বিষয়ে সব সময়ই সতর্ক কমিউনিস্ট রাষ্ট্র উত্তর কোরিয়ার নিরাপত্তা বাহিনী।
খবর৭১/এস:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here