মুম্বাইয়ের ফোর্ট এলাকার প্যাটেল চেম্বার্স বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ড

0
253

খবর৭১:মুম্বাইয়ের ফোর্ট এলাকার প্যাটেল চেম্বার্স বিল্ডিংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় ভোর সাড়ে চারটার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনীর ১৬টি গাড়ি। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় দুই দমকল কর্মী আহত হয়েছেন।

কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি। শনিবার ভোরে স্থানীয়রাই প্রথমে আগুন লাগার ঘটনা টের পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে পৌঁছে যান দমকলের কর্মীরা। প্রথমে দমকলের ১২টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়। কিন্তু আগুনের তীব্রতা দেখে পরে আরও ইঞ্জিন আনার ব্যবস্থা করা হয়। মোট ১৬টি গাড়ি এনে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

১১টি ট্যাঙ্কারে করে পানি দেয়া হয়েছে। প্রায় ১৫০ জন দমকলকর্মী একযোগে কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছে দমকল বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে দুই দমকলকর্মী আহত হয়েছেন। তবে তাদের আঘাত বেশি গুরুতর নয়। তারা এখন নিরাপদেই আছেন বলে জানানো হয়েছে।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here