হাসপাতালে ম্যারাডোনা

0
347
CAPE TOWN, SOUTH AFRICA - JULY 03: Diego Maradona head coach of Argentina looks on prior to the 2010 FIFA World Cup South Africa Quarter Final match between Argentina and Germany at Green Point Stadium on July 3, 2010 in Cape Town, South Africa. (Photo by Cameron Spencer/Getty Images)

খবর৭১: হাঁটুর সমস্যা নিয়ে কলম্বিয়ার একটি হাসপাতালে ভর্তি হয়েছেন বিশ্ব ফুটবলের মহাতারকা দিয়েগো ম্যারাডোনা। আবারও তাঁর হাঁটুতে অস্ত্রোপচার করা হতে পারে। বৃহস্পতিবার (০৮ জুন) হাসপাতালে ভর্তি হন তিনি।

ম্যারাডোনার চিকিৎসক জর্মন ওচোয়া বলেছেন, ‘এমনিতে আমরা দেখেছি দিয়েগো এখন কেমন আছেন। তবে হাঁটু নিয়ে সমস্যা থাকায় এই জায়গাটায় আমরা জোর দিয়েছি। এক্স-রে থেকে শুরু করে সব ধরনের পরীক্ষাই হয়েছে। সব রিপোর্ট হাতে এলে আমরা ঠিক করব অস্ত্রোপচারের দরকার পড়বে কিনা। এমনিতে উনি ভালোই আছেন।’

তবে কলম্বিয়ার স্থানীয় প্রচারমাধ্যমের দাবি, অন্তত সাত থেকে আট দিন ম্যারাডোনাকে হাসপাতালে থাকতে হবে।

১৭ বছর আগে এই চিকিৎসকই তার হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন।
খবর৭১/জি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here