মাশরাফি বিন মর্তুজার রাজনীতিতে আসার খবরে মিশ্র প্রতিক্রিয়া!

0
437

উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি:মাশরাফির রাজনীতিতে আসার খবরে নড়াইলে মিশ্র প্রতিক্রিয়া। আগামি সংসদ নির্বাচনে ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজা অংশগ্রহণ করতে পারেন-এমন খবরে নড়াইলে আনন্দ আমেজ বিরাজ করছে। পাশাপাশি বিভিন্ন পেশার মানুষের মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে। এমন খবর বিভিন্ন গণমাধ্যমে দেখে আনন্দ-আবেগে আপ্লুত নড়াইলবাসী। তারা মাশরাফির রাজনীতিতে আগমনের বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন। অনেকে এ বিষয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, মাশরাফি আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হলে অবহেলিত নড়াইলের উন্নয়ন হবে। লড়াকু মাশরাফি দুর্নীতিমুক্ত থেকে নড়াইলের উন্নয়ন করতে পারবেন বলে সবার বিশ্বাস। ঢাকায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মাশরাফির নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে কথা বলেন। এ ব্যাপারে মাশরাফির বন্ধু আল মামুন বলেন, ওর (মাশরাফি) নির্বাচনে অংশগ্রহণের খবরে খুশি হয়েছি। মাশরাফি দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে এলাকার উন্নয়ন করতে পারবেন। নড়াইল পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শহিদুল হক মোল্যা বলেন, মাশরাফির রাজনীতিতে আসার খবরে আমি তার বাড়িতে ছুটে এসেছি। পরিবারের সঙ্গে দেখা করে শুভ কামনা জানিয়েছি। আশা করি মাশরাফি শুধু এমপি নয়, মন্ত্রীও হবেন। অবহেলিত নড়াইলের উন্নয়ন করবেন। পুলিশ লাইন এলাকার মনিরা পারভীন বলেন, মাশরাফির মতো দেশপ্রেমিক লোক এমপি হলে এলাকার উন্নয়ন হবে বলে আশাবাদী। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট কাজী বশিরুল হক এ বিষয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, মাশরাফি রাজনীতিতে আসলে নড়াইলের উন্নয়নে তাকে সবাই সহযোগিতা করবেন এমন প্রত্যাশা আমাদের। তবে, এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানাননি মাশরাফির বাবা গোলাম মর্তুজা স্বপন ও মা হামিদা মর্তুজা। মঙ্গলবার (২৯ মে) ঢাকায় পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মাশরাফির নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে কথা বলেন। এদিকে, নড়াইল পৌর আওয়ামী লীগের সভাপতি জেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুন্ডু এ বিষয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, মাশরাফি একজন সৃজনশীল ও ভালো মানুষ। তিনি বিভিন্ন সময়ে সাধারণ মানুষের উপকার করে থাকেন, যা অনেকেই জানেন না। এক্ষেত্রে মাশরাফি জনপ্রতিনিধি নির্বাচিত হলে জেলার সার্বিক উন্নয়ন হবে। নড়াইল পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস বলেন, মাশরাফি নড়াইলের গর্বিত সন্তান। দল যদি তাকে মনোনয়ন দেয়, তাহলে তার জন্য কাজ করবো। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু এ বিষয়ে নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, দল যদি মনে করে মাশরাফিকে মনোনয়ন দেয়া দরকার; সেটা করবে। বিষয়টি দলীয় সিদ্ধান্ত।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here