ভবিষ্যতে যারা ক্ষমতায় আসতে চান বুঝে-শুনে চলুন: বি. চৌধুরী

0
528

খবর ৭১ঃ জনগণকে যুক্তফ্রন্টের সঙ্গে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশ ও যুক্তফ্রন্টের প্রেসিডেন্ট অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেন, ‘সবাইকে আমাদের সঙ্গে ঐক্যবদ্ধ হতে হবে। আর ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসতে চান, তারা বুঝে-শুনে চলুন। তারা যেন বুঝতে পারেন, দেশের মানুষ দুর্নীতিকে ঘৃণা করে।’রবিবার (২৭ মে) রাজধানীর একটি হোটেলে যুক্তফ্রন্টের শরিক দল নাগরিক ঐক্য আয়োজিত ইফতার মাহফিলে ‘গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন চাই’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘জনগণ সব ধরনের দুর্নীতিকে ঘৃণা করেন। দুর্নীতি আমরা সহ্য করতে রাজি নই। অনেক সহ্য করেছি। আর করবো না।’তিনি বলেন, ‘আজকের বাংলাদেশের যে প্রেক্ষাপটে যে কথা বলছি, তাতে মালয়েশিয়ার মাহাথির বিন মোহাম্মদ খুব প্রাসঙ্গিক। মালয়েশিয়ার সদ্য সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক অনেক উন্নয়ন করেছেন। অনেক কিছু বানিয়ে দেশটাকে আরও উঁচু করেছেন। কিন্তু কর্মশালা করেছেন দুর্নীতি করে। দেশেটাকে শেষ করে দিয়েছেন। মাহাথির ও জনগণের যে বিদ্রোহ, তা ছিল দুর্নীতির বিরুদ্ধে। তিনি একটা কথাই বললেন,আমার দেশে এই দুর্নীতি সহ্য করবো না।’

সাবেক এই রাষ্ট্রপতি আরও বলেন, ‘দুর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের সংগ্রাম। এই সংগ্রাম দেশে আইনের শাসন ও গণতন্ত্র প্রতিষ্ঠার।’ তিনি বলেন, ‘আমরা অনেক গুম, নিহত দেখেছি। গ্রেনেড মারাও দেখেছি। আর সহ্য করবো না।আমরা অনেক অগণতন্ত্র দেখেছি। সুপ্রিম কোর্টের বিচারের পরে আইন মানা হয় না। ট্রাইব্যুনালের বিচারের পরে রায় মানা হয় না। হাজার হাজার মানুষ জেলের ভেতরে আছে, কতদিন চলবে এগুলো? আমরা সহ্য করতে রাজি না। বাংলাদেশের জনগণ জেগে উঠেছে ।এই জাগরণ থাকবে ইনশল্লাহ। আমরাও তাদের সঙ্গে থাকবো।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম, গণস্বাস্থ্য ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা ডা জাফরুল্লাহ চৌধুরী, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড আসিফ নজরুল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here