উত্তর কোরিয়া পরমাণু ধ্বংসের পরই ধোঁকা দিলেন ট্রাম্প

0
373

খবর৭১: বৃহস্পতিবার বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে পরমাণু পরীক্ষাকেন্দ্র ধ্বংস করেছে উত্তর কোরিয়া।

আর এ দিনই উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গে ১২ জুনের বৈঠক বাতিলের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এতে সন্দেহ দেখা দিয়েছে যে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়াকে ধোঁকা দিল কিনা।

এক্ষেত্রে দাবি করা হচ্ছে, শীর্ষ বৈঠকের প্রলোভন দেখিয়ে উত্তর কোরিয়ার নেতাকে দিয়ে পরমাণু স্থাপনা ধ্বংস করানোর পর ট্রাম্প বৈঠক বাতিল করলেন।

জানা গেছে, বৃহস্পতিবার উত্তর কোরিয়ার পাহাড়ের ভেতরে অবস্থিত পাঙ্গি রি স্থাপনা ধ্বংস করে পিয়ংইয়ং। এ সময় সেখানে বিভিন্ন দেশের সাংবাদিক উপস্থিত ছিলেন। এর আগে বৈঠকের প্রতি আন্তরিকতার প্রমাণস্বরূপ পরমাণু পরীক্ষার স্থাপনা ধ্বংসের কথা ঘোষণা করেছিলেন কিম জং উন।

উত্তর কোরিয়া পরমাণু স্থাপনা ধ্বংস করলেও শেষ পর্যন্ত বৈঠকে বসবেন না বলে জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। এ ঘটনায় মার্কিন সরকারের বিশ্বাসযোগ্যতা আরও কমে গেল বলে মনে করা হচ্ছে।

এর আগে ইরানের সঙ্গে ছয় জাতির পরমাণু সমঝোতা থেকেও একতরফাভাবে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here