মাদক সম্রাট সংসদেই আছে: এরশাদ

0
278

খবর৭১:  মাদক নির্মূল অভিযান চললেও চিহ্নিত মাদক সম্রাট গ্রেফতার না হওয়ায় বিস্ময় প্রকাশ করে তাকে দ্রুত বিচারের আওতায় এনে ফাঁসি দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বুধবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনির্য়াস ইনিস্টিউট মিলনায়তনে দলের কেন্দ্রীয় কমিটির ইফতার মাহফিলে সরকারি দলের সংসদ সদস্য আব্দুর রহমান বদির প্রতি ইঙ্গিত করে তিনি এসব কথা বলেন।

এরশাদ বলেন, মাদক নির্মূলের নামে বন্দুকযুদ্ধে নির্বিচারে মানুষ হত্যা করা হচ্ছে। মাদক নির্মূলের নামে যাদের হত্যা করা হচ্ছে তারা কারা আমরা জানি না। অথচ মাদক সম্রাটতো সংসদেই আছে। তাদেরকে বিচারের মাধ্যমে ফাসিতে ঝুলান।

এরশাদ বলেন, এভাবে বিনা বিচারে মানুষ হত্যা করতে পারেন না। প্রত্যেক নাগরিকেরই সাংবিধানিকভাবে বিচার পাওয়ার অধিকার আছে। কোথাও এর নজির নেই। বিশ্ব এটা মেনে নেবে না। বন্দুকযুদ্ধে যারা হত্যা হচ্ছে, তারা আসলেই মাদক ব্যবসায়ী কিনা তা কেউ খতিয়ে দেখতে পারছে না। মাদক নিমূর্লে সর্ব্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বহাল রেখে আগামী সংসদ অধিবেশনে আইন পাস করার জন্য সরকারের প্রতি দাবি জানান তিনি।

সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রীর বিশেষ দূত বলেন, ঢাকা এখন যানজটের শহরে পরিণত হয়েছে। যানজটের কারণে প্রতিদিন ৫১ লক্ষ ঘন্টা অপব্যয় হচ্ছে। হাজার হাজার কোটি টাকা ক্ষতির সম্মুখিন হচ্ছ দেশ। এ থেকে পরিত্রান পেতে হলে বিকেন্দ্রীকরণ করতে হবে। প্রাদেশিক শাসনব্যবস্থা কায়েম করতে হবে। জাতীয় পার্টি ক্ষমতায় এলে প্রাদেশিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করে ঢাকাকে যানজট মুক্ত করবে এবং দেশের মানুষকে অন্যায়, অবিচার থেকে মুক্তি দেবে।

ইতফার মাহফিলে বক্তব্য রাখেন বিরোধীদলের নেতা ও দলের সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ এমপি, কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার।

উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য ব্যৗরিষ্টার আনিসুল ইসলাম মাহমুদ এমপি, কাজী ফিরোজ রশীদ এমপি, জিয়া উদ্দিন আহমেদ বাবলু এমপি, তাজুল ইসলাম চৌধুরী এমপি, সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, এসএম ফয়সল চিশতী, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, শফিকুল ইসলাম সেন্টু। চেয়ারম্যানের উপদেষ্টা রেজাউল ইসলাম ভূইয়া, মো. নোমান এমপি, নাজমা আকতার, ব্যরিষ্টার শামিম হায়দার পাটোয়ারী, রিন্টু আনোয়ার, সেলিম উদ্দিন এমপি, ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, খন্দকার ছালাম, নুরুল ইসলাম নুরু, জহিরুল ইসলাম জহির, আরিফুর রহমান খান, আলমগীর শিকদার লোটন, সরদার শাহজাহান, যুগ্মমহাসচিব গোলাম রাজু, মোস্তাকুর রহমান মোস্তাক, শেখ আলমগীর হোসেন, জাহাঙ্গীর হোসেন মানিক, শফিকুল ইসলাম শফিক, জহিরুল আলম রুবেল, সাংগঠনিক সম্পাদক ইসাহাক ভূইয়া, মোবারক হোসেন আজাদ, মনিরুল ইসলাম মিলন, আমিন উদ্দিন আহমেদ ডালু, ফখরুল আহসান শাহাজাদা, আবদুল হামিদ ভাসানী, নির্মল দাশ, মো. হেলাল উদ্দিন প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here