বজ্রপাতে প্রাণ গেল ১৯ জনের

0
274

খবর ৭১: দেশের ৯ জেলায় বজ্রপাতে ১৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩১ জন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত হওয়া ঝড় ও বজ্রবৃষ্টিতে এ হতাহতের ঘটনা ঘটে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর।

হবিগঞ্জে ৬ জন নিহত :

হবিগঞ্জের বিভিন্ন স্থানে বজ্রপাতে ধান কাটা শ্রমিকসহ ৬ জন নিহত এবং ৯ জন আহত হয়েছেন। নিহতরা হলেন- সিরাজগঞ্জের চৌয়ালী উপজেলার দত্তকান্তি গ্রামের নৌশের মিয়ার ছেলে জয়নাল মিয়া (৬০), সুনামগঞ্জের দিরাই উপজেলার দাইরপুর গ্রামের স্বপন দাশ (৩৫), নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের বৈলাকীপুর গ্রামের হরি পালের ছেলে নরায়ন পাল (৩৫), লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের মৃত আব্দুস সহিদের ছেলে ছুফি মিয়া (৩৫), নবীগঞ্জ উপজেলার বড় বাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু তালিব (২০) ও মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের রামকুমার সরকারের ছেলে জহরলাল সরকার (২৩)।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতসহ প্রচুর বৃষ্টিপাত হয়। এ সময় বানিয়াচং উপজেলার সৈদরটুলা এলাকায় সিরাজগঞ্জের চৌয়ালী উপজেলার দত্তকান্তি গ্রামের নৌশের মিয়ার ছেলে জয়নাল মিয়া (৬০) ঘটনাস্থলেই নিহত হন। তিনি সৈদরটুলা গ্রামের তাহেদ মিয়ার বাড়িতে ‘দাওয়াল’ হিসাবে ধান কাটতে এসেছিলেন। তার সাথে ধান কাটতে থাকা একই এলাকার দুলাল মিয়ার ছেলে কামরুল ইসলাম (২২) আহত হন।

দুপুরে উপজেলার মাকালকান্দি হাওরে সুনামগঞ্জের দিরাই উপজেলার দাইরপুর গ্রামের স্বপন দাশ (৩৫) ধান কাটারত অবস্থায় বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন। তার সাথে ধান কাটতে থাকা মাকালকান্দি গ্রামের গোপেশ দাশের ছেলে দিপুল দাশ (৩৭), একই গ্রামের বীরেশ্বর দাশের ছেলে বিষ্ণুপদ (৪৫) এবং দিরাই উপজেলার আরো দুই শ্রমিক আহত হন। ওই দুইজনের নাম পাওয়া যায়নি।

একই উপজেলার নূরপুর হাওরে তকবাজখানী গ্রামের ওয়াহিদ আলীর ছেলে মিজানুর রহমান এবং দৌলতপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের মর্তুজ আলীর ছেলে জহুরুল মিয়া আহত হন।

এদিকে, নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়নের ইসলামের হাওরে ধান কাটার সময় বৈলাকীপুর গ্রামের হরি পালের ছেলে নরায়ন পাল (৩৫) ঘটনাস্থলে নিহত হন। এ সময় একই ইউনিয়নের সরদারপুর গ্রামে বাড়ির উঠানে আখলুছ মিয়ার ছেলে হাবিবুর রহমান (২০) বজ্রপাতে আহত হন।

এছাড়াও নবীগঞ্জ উপজেলার বড় বাকৈর ইউনিয়নের আমড়াখাই গ্রামের হাবিবুর রহমানের ছেলে আবু তালিব (২০) পার্শ্ববতর্বী হাওরে ধান কাটতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

অপরদিকে, লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের উত্তর হাওর থেকে গরু নিয়া বাড়ি ফেরার পথে বজ্রপাতে আহত হন ওই গ্রামের মৃত আব্দুস সহিদের ছেলে ছুফি মিয়া (৩৫)। গুরুতর আহত অবস্থায় তাকে হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এছাড়াও মাধবপুর উপজেলার পিয়াইম গ্রামের রামকুমার সরকারের ছেলে ধান কাটার শ্রমিক জহরলাল সরকার (২৩) হাওরে কাজ করতে গেলে বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন।

হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফজলুল জাহিদ পাভেল প্রতিটি নিহতের পরিবারকে ২০ হাজার করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা দিয়েছেন।

সুনামগঞ্জে দুই কৃষকের মৃত্যু:

সুনামগঞ্জে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের দুর্বাকান্দা গ্রামের আব্দুর রহিমের ছেলে জুয়েল আহমদ (১৬) ও শাল্লা উপজেলার আটগাঁও ইউনিয়নের কাশিপুর গ্রামের ইসহাক আলীর ছেলে আলমগীর মিয়া (২২)।

গাইবান্ধা এক কৃষকের মৃত্যু:
গাইবান্ধার ফুলছড়িতে বজ্রপাতে মহর আলী (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার আলী উড়িয়া ইউনিয়নের কাবিলপুর গ্রামের মৃত আব্দুর রশিদ মিয়ার ছেলে।

নারায়ণগঞ্জে স্কুলছাত্রীর মৃত্যু:

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের তিলাব গ্রামে বজ্রপাতে কুলফি আক্তার (৮) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। কুলফি ওই গ্রামের শাহ কামালের মেয়ে।

সিরাজগঞ্জ নিহত ১ :
সিরাজগঞ্জের কাজিপুর বজ্রপাতে সমতুল্লাহ (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত সমতুল্লাহ উপজেলার নাটুয়ারপাড়া ইউনিয়নের পানাগাড়ি গ্রামের বাসিন্দা।

রাজশাহীতে বজ্রপাতে দুজন নিহত :
রাজশাহীর তানোর উপজেলায় বজ্রপাতে দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন। নিহতরা হলেন- উপজেলার পাঁচন্দর ইউনিয়নের দুবইল নামোপাড়া গ্রামের সামসুদ্দীনের ছেলে সোহাগ আলী (১৮) ও বাতাসপুর গ্রামের লোকমান আলী ছেলে কৃষক আনছার আলী (৩০)।

মানিকগঞ্জে স্কুলছাত্রসহ নিহত ২ :

মানিকগঞ্জের দৌলতপুরে বজ্রপাতে ইয়াকুব আলী (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া দৌলতপুরের কলিয়া ইউনিয়নের তালুকনগর এলাকায় বজ্রপাতে আশরাফুল ইসলাম অন্তর নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জে নারীসহ দুইজনের মৃত্যু :

কিশোরগঞ্জে পৃথক বজ্রপাতে নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন-নিকলী উপজেলার ছাতিরচর ইউনিয়নের পরিষদপাড়া মাঈন উদ্দিনের ছেলে শাহ জালাল (২৫) ও পাকুন্দিয়া উপজেলার সুখিয়া ইউনিয়নের আশুতিয়া এলাকার সুধীর চন্দ্র বর্মণের স্ত্রী দিপালী রানী বর্মণ (৩৮)।

ময়মনসিংহ :
ময়মনসিংহ সদর উপজেলায় বজ্রপাতে আলাল উদ্দিন নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহের পৃথক স্থানে বজ্রপাতে আরো ১২ জন আহত হয়েছেন।

জামালপুর:

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মৌলভীর চরে এ ঘটনা ঘটে বলে ওই ইউপির ৮ নম্বর ওয়ার্ডের সদস্য জয়নাল আবেদীন নাদু জানান। নিহত মো. হাবিবুর রহমান (৪৭) মৌলভীর চরের মৃত আব্দুল মজিদের ছেলে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here