বহিস্কৃত শিক্ষক হাবিবের শাস্তির দাবিতে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের শিক্ষার্থীদের মানববন্ধন

0
460

মঈনুল হাসান রতন, হবিগঞ্জ প্রতিনিধি ঃ হবিগঞ্জে শায়েস্তাগঞ্জ ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের বহিস্কৃত শিক্ষক হাবিবুর রহমান হাবিবের শাস্তির দাবিতে প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ করেন। ৩০ জানুয়ারি দুপুর ১টায় শায়েস্তাগঞ্জ রেলওয়ে পার্কিং এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এই মানবন্ধনে শত শত ছাত্রছাত্রীসহ স্কুল ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। ইসলামী একাডেমী এন্ড হাই স্কুলের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক এবং শিক্ষার্থীরা জানান, সহকারী শিক্ষক হাবিবুর রহমান হাবিব দীর্ঘদিন ধরে স্কুলের ছাত্রীদের অশালীন কথাবার্তা ও কুরুচিপূর্ণ মন্তব্য করায় এই অভিযোগের ভিত্তিতে তাকে স্কুল থেকে ২৫ জুলাই ২০১৭ সালে স্কুল থেকে বহিস্কার করা হয়। এরপর থেকে শিক্ষক হাবিব ফেসবুকে স্কুলের প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষিকা এমনকি শিক্ষার্থীদের নিয়ে অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখা পোষ্ট করতে থাকে। ফেসবুকে এধরণের অশ্লীল ও কুরুচিপূর্ণ লেখা পোষ্ট দেখে স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা ২৯ জানুয়ারি রোজ সোমবার দুপুর ২টায় স্কুলের প্রধান শিক্ষক ও সকল শিক্ষকদের সাথে দেখা করে ঐ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। মঙ্গলবার দুপুরে স্কুল থেকে শিক্ষার্থীরা বিক্ষোভ সহকারে রেলওয়ে পার্কিং এরিয়ায় এসে জমায়েত হয়। পাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা রাস্তার দুপার্শ্বে দাড়িয়ে মানববন্ধন ও ঐ শিক্ষকের কুশপত্তালিকায় আগুণ ধরায়। মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক ছাত্র শরীফ, লুৎফুর রহমান, মাসুক, শেখ মোঃ জামাল শাহীন, সামছুদ্দিন সানি, শাহ রনি, বিল্লাল, সাহাব উদ্দিন, জালাল, মিজান, রাজিব, তুষার, মাহদি হাসান, শিপুল, মুজাহিদুল ইসলাম, আমিনুল ইসলাম, মাহিন মুন্তাসির প্রমুখ, এতে প্রাক্তন শিক্ষার্থীরা ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে আল্টিমেটাম প্রদান করে।

খবর ৭১/ই:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here