বিদ্যুৎ ক্রয়ের সিদ্ধান্ত প্রত্যাহার শ্রীলঙ্কার, যা বললো আদানি গ্রুপ

0
23

ভারতের আদানি গ্রুপের বিরুদ্ধে মার্কিন কর্তৃপক্ষের দুর্নীতির অভিযোগ ওঠার পর আদানি গ্রিন এনার্জির বিদ্যুৎ ক্রয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করেছে শ্রীলঙ্কা। শুক্রবার (২৪ জানুয়ারি) বার্তা সংস্থা এএফপির বরাতে ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত মাসে রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়েকের সঙ্গে অনুষ্ঠিত এক মন্ত্রিসভা বৈঠকে দ্বীপরাষ্ট্রটি আদানি গ্রিন এনার্জির সঙ্গে দুটি বায়ু বিদ্যুৎ প্রকল্পের জন্য করা চুক্তি প্রত্যাহার করে নিয়েছে। তবে প্রকল্পটি বাতিল করা হয়নি। পুরো প্রকল্পটি পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে।

যদিও শ্রীলঙ্কা বিদ্যুৎ ক্রয়ের সিদ্ধান্ত প্রত্যাহার করেনি বলে দাবি করেছে আদানি গ্রুপ। এক বিবৃতিতে আদানি গ্রুপের মুখপাত্র দাবি করেছেন, ‘শ্রীলঙ্কার মান্নার ও পুনেরিনে আদানির ৪৮৪ মেগাওয়াট বায়ু বিদ্যুৎ প্রকল্প বাতিল করা হয়েছে এমন রিপোর্টগুলো মিথ্যা এবং বিভ্রান্তিকর। আমরা স্পষ্টভাবে বলছি যে, পিপিএ (চুক্তি) প্রত্যাহার করা হয়নি।’

গতবছর আদানি গ্রুপের চেয়ারম্যান গৌতম আদানির বিরুদ্ধে ঘুষ ও জালিয়াতির অভিযোগ তুলে যুক্তরাষ্ট্র। ২৫০ মিলিয়ন ডলার ঘুষ দেয়ার জন্য এবং মার্কিন অর্থ সংগ্রহের জন্য ভারতের এই ধনকুবেরের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে সে সময় যুক্তরাষ্ট্রের আদালতে মামলাও করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here