বিসিবিতে বুলবুলের দায়িত্ব পালন অব্যাহত থাকবে: হাইকোর্ট

0
50

জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির পদ থেকে ফারুক আহমেদকে অপসারণের বৈধতা প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট। একইসঙ্গে বিসিবিতে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব পালনের ওপর স্ট্যাটাসকো (স্থিতাবস্থা) দিয়েছেন আদালত। অর্থাৎ বিসিবিতে বর্তমানে আমিনুল ইসলাম বুলবুলের নের্তৃত্বাধীন পরিচালনা পর্ষদের দায়িত্ব পালন অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইনজীবীরা।

মঙ্গলবার (০৩ জুন) এ বিষয়ে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদের দায়ের করা রিটের শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি সাথিকা হোসেনের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রুলে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদকে সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

আগামী চার সপ্তাহের মধ্যে যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। বিসিবির পক্ষে ছিলেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, ব্যারিস্টার মাহিন এম রহমান, ব্যারিস্টার সালেহ আকরাম সম্রাট। এনএসসির পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনীক আর হক।

আদেশের বিষয়টি নিশ্চিত করে জ্যেষ্ঠ আইনজীবী নাসির উদ্দিন অসীম বলেন, বিসিবির সভাপতি পদ থেকে ফারুক আহমেদের অপসারণের বৈধতা প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। একই সঙ্গে আমিনুল ইসলাম বুলবুলের দায়িত্ব পালনের ওপর স্ট্যটাসকো দিয়েছে আদালত। অর্থ্যাৎ আজকে আমিনুল ইসলাম বুলবুলের নের্তৃত্বাধীন যে পরিচালনা বোর্ড কাজ করে যাচ্ছে, তা অব্যাহত থাকবে। অর্থ্যাৎ আজকের বোর্ডে যিনি (আমিনুল ইসলাম বুলবুল) সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ইতোমধ্যে বোর্ডের সভাপতি হিসেবে দুটো সভা পরিচালনা করেছেন। হাইকোর্টের আজকের সিদ্ধান্ত অনুযায়ী তিনিই এই বোর্ডে দায়িত্ব পালন করে যাবে।

এর আগে গত ১ জুন জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) কর্তৃক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদকে সভাপতির পদ থেকে অপসারণের বৈধতা চ্যালেঞ্জ করে বিসিবির সাবেক সভাপতি ফারুক আহমেদ হাইকোর্টে রিট দায়ের করেন।

রিটে এনএসসি কর্তৃক জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুলকে নতুন বিসিবি সভাপতি হিসেবে নিয়োগের বৈধতাও চ্যালেঞ্জ করা হয়। যুব ও ক্রীড়া সচিব এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ পাঁচজনকে রিটে বিবাদীকে করা হয়েছে।

এর আগে ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) ফারুকের মনোনয়ন বাতিল করে। পরদিন ৩০ মে জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে বিসিবির পরিচালক মনোনীত করে জাতীয় ক্রীড়া পরিষদ। এই দুই সিদ্ধান্তের বৈধতা নিয়ে বিসিবির সদ্য সাবেক সভাপতি ফারুক আহমেদ রিটটি করেন।

রিটে আবেদনে গত ২৯ মে ও ৩০ মের সিদ্ধান্ত কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। আর রুল হলে তা বিচারাধীন অবস্থায় ওই দুই সিদ্ধান্তের কার্যক্রমের ওপর স্থগিত চাওয়া হয়েছে।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বিসিবির সাবেক পরিচালক জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলমের জায়গায় ফারুক আহমেদ ও নাজমূল আবেদীনকে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) বিসিবির পরিচালক হিসেবে মনোনয়ন দেয়। পরে বোর্ড সভায় পরিচালকদের ভোটে ফারুক আহমেদ সভাপতি নির্বাচিত হন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here