মেঘনায় ট্রলারডুবি, নিখোঁজ ১৯

0
55

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে একটি ট্রলার ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ট্রলারটিতে ৩৯ জন যাত্রী ছিল, তার মধ্যে ১৯ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শনিবার দুপুর চারটার দিকে এই ঘটনা ঘটে।

হাতিয়া থানার ওসি (তদন্ত) খোরশেদ আলম এ তথ্য নিশ্চিত করে বলেন,

ট্রলারটি যাত্রী নিয়ে মেঘনা নদী দিয়ে ভাসানচর থেকে হাতিয়ার দিকে যাচ্ছিল। প্রবল ঢেউয়ে ট্রলারটি ডুবে গেলে ২০ যাত্রী সাঁতরে পাড়ে উঠতে সক্ষম হন। তবে ১৯ যাত্রী এখনও নিখোঁজ।

জানা গেছে, জাহাঙ্গীর মাঝির ট্রলারটি ৩৯ জন যাত্রী নিয়ে সকালে ভাসান চর থেকে ছেড়ে আসে। এটি হাতিয়ার চানন্দি ইউনিয়নের করিম বাজার ঘাটে আসছিল। ট্রলারে রোহিঙ্গা, আনসার বাহিনীর সদস্য ও পুলিশের লোক ছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here