আগাম জামিন পেলেন নিপুণ রায় চৌধুরী

0
90

খবর ৭১: ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় তিন মাসের আগাম জামিন পেয়েছেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। সোমবার হাইকোর্ট তার জামিন মঞ্জুর করেন।
এর আগে ঢাকার কেরানীগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দায়ের হওয়া মামলায় আগাম জামিন নিতে হাসপাতাল থেকে হাইকোর্টে আসেন নিপুণ রায় চৌধুরী। গ্রেপ্তার এড়াতে তিনি হাসপাতাল থেকে সরাসরি হাইকোর্টে আসেন।
নিপুণ রায়ের আইনজীবী বলেন, নিপুণকে হাইকোর্ট জামিন দিয়েছেন। চিকিৎসা নিতে তিনি আবারও হাসপাতালে যাবেন।
গত শনিবার কেরানীগঞ্জের জিনজিরায় আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিএনপির ঢাকা জেলা সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীসহ দলটির ১০৮ নেতাকর্মীর নামে মামলা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here