ইউক্রেনে হামলায় এবার বিশেষ বোমারু বিমান ব্যবহার করল রাশিয়া

0
144

খবর৭১ঃ ইউক্রেনে প্রথমবারের মতো দুরপাল্লার একটি বিশেষ বোমারু বিমান ব্যবহার করে হামলা করেছে।

বন্দর নগরী মারিউপোলে এ হামলা চালিয়েছে তারা।

কর্ণেল অলেক্সান্ডার মোতোজিয়ানেক নামে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ১৪ এপ্রিল রাশিয়ার দুটি উচ্চ ক্ষমতাসম্পন্ন টিইউ-৯৫/-১৬০ বোমারু বিমান ক্রুস মিসাইল হামলা চালিয়েছে।

রাশিয়ার ক্রাসনোডার ক্রাই অঞ্চল থেকে ইউক্রেনের ভেতরে এ হামলা চালানো হয়।

মুখপাত্র আরও বলেছেন, সামরিক আগ্রাসন শুরু হওয়ার পর প্রথমবারের মতো রাশিয়া টিইউ-২২এম৩ দূরপাল্লার বোমারু বিমান ব্যবহার করে বোমা ফেলেছে। এই বিমান হামলাটি হয়েছে মারিউপোলে।

কর্ণেল অলেক্সান্ডার মোতোজিয়ানেক আরও জানিয়েছেন, রাশিয়া এখন ইউক্রেনের পূর্ব দিকের রুবিজনে ও পোপাসনা এবং ইউক্রেনের দক্ষিণ দিকের শহর মারিউপোল দখল করার দিকে মনোযোগ দিয়েছে।

তিনি আরও জানিয়েছেন, মারিউপোলে এখন অলিগলিতে সম্মুখ যুদ্ধ হচ্ছে। যে সব অঞ্চলগুলো রাশিয়া এখনো দখল করতে পারেনি সেসব জায়গায় এ যুদ্ধ হচ্ছে।

কর্ণেল অলেক্সান্ডার মোতোজিয়ানেক আরও জানিয়েছেন, মারিউপোলের ইলিচ স্টিল এবং আয়রন কারখানা এবং বন্দরে প্রবল যুদ্ধ হচ্ছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here