ব্যাংক লেনদেন বন্ধ থাকবে কাল

0
315

খবর৭১ঃ আগামীকাল ১ জুলাই ব্যাংক হলিডে। অর্থাৎ এদিন ব্যাংকে কোনো ধরনের লেনদেন হবে না। তবে ব্যাংকের শাখাগুলো খোলা থাকবে নিজেদের অর্থবছরের হিসাব চূড়ান্ত করার জন্য।

এদিকে করোনা মোকাবিলায় বৃহস্পতিবার থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ‘কঠোর লকডাউন’।

৭ দিনের জন্য কঠোর বিধিনিষেধ আরোপ করে বুধবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ব্যাংকিং সেবা নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক নির্দেশনা দেবে।

কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, রোববার থেকে কত সময় লেনদেন চলবে ও কোনো কোনো শাখা খোলা থাকবে তা নির্ধারণ করা হবে। বুধবার বিকালের মধ্যেই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়েছে। কঠোর এই বিধিনিষেধ বাস্তবায়ন করতে পুলিশ-বিজিবির সঙ্গে মাঠে থাকবে সেনাবাহিনীও।

জনসাধারণ ও যানবাহন চলাচল এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পরিচালনা বন্ধের বিষয়ে সরকার বিধিনিষেধ ও নিষেধাজ্ঞা পালনের সিদ্ধান্ত নিয়েছে। এ সময়ে জরুরি পরিষেবা প্রদানকারী কর্মরতরা ছাড়া এবং জরুরি কারণ ছাড়া ঘরের বাইরে কেউ বের হলে তার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া মাস্ক পরিধানসহ সব স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সবাইকে অনুরোধ জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here