সম্ভাব্য ৩ উত্তরসূরির নাম ঘোষণা করলেন খামেনি

0
25

ইসরাইলের হত্যার হুমকির মধ্যে সম্ভাব্য উত্তরসূরি হিসেবে তিনজন ধর্মীয় নেতার নাম ঘোষণা করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।শ

শনিবার (২১ জুন) সংশ্লিষ্ট তিন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, আয়াতুল্লাহ আলী খামেনি ইসরাইলি হামলায় নিহত শীর্ষ সামরিক কমান্ডারদের জায়গায় নিয়োগ শুরু করেছেন।

এতে বলা হয়, ইসরাইল বা যুক্তরাষ্ট্র তাকে হত্যার চেষ্টা করতে পারে বলে আশঙ্কা করছেন ৮৬ বছর বয়সী খামেনি। ইরানি কর্মকর্তাদের মতে, এই ঘটনাকে তিনি শহীদ হিসেবে দেখবেন।

এই আশঙ্কা থেকে খামেনি ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত ধর্মীয় সংস্থাক, বিশেষজ্ঞ পরিষদকে দ্রুত পদক্ষেপ নেয়ার এবং তার ব্যক্তিগতভাবে পেশ করা তিনটি নাম থেকে একজন উত্তরসূরি নির্বাচন করার নির্দেশ দেয়ার বিরল পদক্ষেপ নিয়েছেন। তবে খামেনির প্রস্তাব করা তিনটি নাম প্রকাশ করা হয়নি।

স্বাভাবিক পরিস্থিতিতে, ইরানে একজন নতুন সর্বোচ্চ নেতা নিয়োগের প্রক্রিয়াটি কয়েক মাস সময় নিতে পারে। কারণ বিষয়টি নিয়ে আলোচনা করা হয় এবং এতে একাধিক প্রার্থী থাকতে পারেন। কিন্তু দেশ যুদ্ধের মধ্যে থাকায় খামেনি ইসলামী প্রজাতন্ত্র এবং তার উত্তরাধিকার উভয়কেই সুরক্ষিত করার জন্য দ্রুত এবং নিয়ন্ত্রিত স্থানান্তর নিশ্চিত করতে চান বলে জানিয়েছেন কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here