রাজারহাটে প্রাণিসম্পদ প্রদর্শনীতে ব্যাপারী এগ্রো ফার্ম প্রথম

0
176
এ.এস.লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের রাজারহাট উপজেলা প্রাণিসম্পদ দপ্তর  ও ভেটেরিনারি হাসপাতালের  আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনীতে দ্বিতীয় ক্যাটাগরিতে ব্যাপারী এগ্রো ফার্ম ” প্রথম হয়েছে।
গতকাল বিকেলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয়ে ব্যাপারী এগ্রো ফার্মের ” (খামার মালিক) মোঃ তৌহিদ রহমান ব্যাপারীর হাতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক পুরস্কার- সনদ ও যাতায়াতের ভাতা প্রদান করা হয়।
উল্লখ্য গত  ৫ জুন বিশ্ব দুগ্ধ দিবস ও দুগ্ধ সপ্তাহ-২০২১  উপলক্ষে উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দ্দী বাপ্পি। ভেটেরিনারি সার্জন পবিত্র কুমারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড: মো: জোবায়দুল কবীর, উপজেলা স্বাস্থ্য ও প:প: কর্মকর্তা ডা: মুহাম্মদ আসাদুজ্জামান জুয়েল, জেলা পরিষদ সদস্য আব্দুস ছালাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী সরদার প্রমূখ।  সভা  শেষে বিভিন্ন ক্যাটাগরিতে ৫০টি স্টলে উন্নত জাতের গাভি বকনা,সাঁর, উন্নত জাতের ছাগল,  ভেরা,  মহিস  হাঁস, ও মুরগী, কবুতর, সৌখিন পাখি, খরগস, টারর্কি,হাইড্রপনিক ঘাস, ইউ এম এস খাদ্য ক্রিম, সেপারটর মেশিন, মিল্ককিং প্রদর্শনী হয়।
উক্ত প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহনকারী খামারিদের মধ্যে দ্বিতীয় ক্যাটাগরিতে  ব্যাপারী এগ্রো ফার্ম ” প্রথম হয়। এতে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর চত্বরে অত্র উপজেলার প্রাণিসম্পদ খামারিদের ৫০টি স্টল এ প্রদর্শনীতে অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here